×

খেলা

ম্যালান-বেয়ারস্টোর ফিফটিতে ইংলিশদের রানের পাহাড়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩, ১২:২২ পিএম

ম্যালান-বেয়ারস্টোর ফিফটিতে ইংলিশদের রানের পাহাড়
প্রথমে ম্যালান এবং পরে বেয়ারস্টোর ফিফটি। উইকেটে ১৫.৩ ওভারে কোনো উইকেট না দিয়েই ইংল্যান্ড ছুঁয়ে ফেলেছে ১০০ রান। এখন দিশেহারা বাংলাদেশ। এ বছর ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি রান ম্যালানের। অথচ সেই ম্যালানকে নিয়েই মাঝে কথা উঠেছিল, শেষ পর্যন্ত বিশ্বকাপের দলে জায়গা ধরে রাখতে পারবেন তো তিনি? বেন স্টোকস ফিরে আসায়, হ্যারি ব্রুককে শুরুতে বাদ দেওয়ার পর উঠেছিল এমন আলোচনা। ম্যালান সে সব শঙ্কা দূরে ঠেলেন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজসেরা হয়ে। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৪ রান করেই থেমেছিলেন। এবার পেলেন ফিফটি। সেটিও মাত্র ৩৯ বলেই। বেয়ারস্টোর সঙ্গে জুটিতে এখন বেয়ারস্টোর চেয়েও স্ট্রাইক রেট বেশি তার। ক্যারিয়ারে ম্যালানের এটি ষষ্ঠ ফিফটি। তিনি খেলছেন ক্যারিয়ারের ২৩তম ম্যাচ। এদিকে, ৫৪ বলে ৫০ তুলে নিয়েছে বেয়ারস্টোর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App