×

খেলা

ডাচদের পাত্তাই দিল না কিউইরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৩, ১০:১৫ পিএম

ডাচদের পাত্তাই দিল না কিউইরা

হায়দারাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সোমবার নেদারল্যান্ডসের বাস ডি লিডকে সাজঘরে ফেরানো রাচিন রবীন্দ্রকে ঘিরে কিউই ফিল্ডারদের উল্লাস - ইন্টারনেট

ডাচদের পাত্তাই দিল না কিউইরা
এবারের ভারত বিশ্বকাপে বেশ ছন্দে আছে গত আসরের রানারআপ নিউজিল্যান্ড। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৯ উইকেটে হারানোর পর সোমবার (৯ অক্টোবর) নেদারল্যান্ডসকে হারায় ৯৯ রানে। টানা দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে কিউইরা। ১৭ বলে ৩৬ রান এবং বল হাতে ৫৯ রান দিয়ে ৫ উইকেট তুলে নেয়ায় ম্যাচসেরার পুরস্কার তুলে নেন মিচেল স্যান্টনার। হায়দরাবাদের রাজিব গান্ধি স্টেডিয়ামে সোমবার চমক দেখিয়ে বিশ্বকাপে জায়গা করে নেওয়া নেদারল্যান্ডসের মুখোমুখি হয় টম লাথামের দল। টস হেরে ব্যাট করতে নেমে উইল ইয়াংয়ের ৭০, টম লাথামের ৫৩ রান ও রাচিন রবীন্দ্রর ৫১ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৩২২ রানের সংগ্রহ দাড় করায় ব্ল্যাকক্যাপসরা। জবাবে ব্যাট করতে নেমে ৬৭ রানেই তিন টপ অর্ডার ব্যাটারকে হারায় নেদারল্যান্ডস। তবে, কলিন আকারম্যান ও টেজা নিদারমানুর ব্যাটের প্রতিরোধ গড়ার চেষ্টা করে ডাচরা। এ প্রতিবেদন লিখা পর্যন্ত, নেদারল্যান্ডসের সংগ্রহ ২৫ ওভার ৪ বলে ৪ উইকেট হারিয়ে ১১৭ রান। নিউজিল্যান্ডের ৩২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রয়ে সয়ে শুরু করেন ডাচ ওপেনাররা। তবে, উইকেটে থিতু হতে পারেননি দুই ওপেনারের কেউই। দলীয় ২১ রান করে কিউই পেসার ম্যাট হেনরির বলে বোল্ড হন ওপেনার বিক্রমজিত সিং। ৪৩ রানের মাথায় ফিরে যান আরেক ওপেনার ম্যাক্স ও’ডাউডও। মিচেল স্যান্টনারের বলে এলবিডব্লিউ হওয়ার আগে তিনি সংগ্রহ করেন ৩১ বলে ১৬ রান। রবিন্দ্র স্পিনে বোকা বনে বোল্টের হাতে ধরা পড়ে বাস ডি লিডও ইনিংস বড় করতে পারেননি। দলীয় ৬৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া ডাচদের হয়ে জুটি গড়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন তেজা নিদারমানু ও কলিন আকারম্যান। তবে, দলীয় ১১৭ রানের মাথায় দুই ব্যাটারের ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান তেজা। সঙ্গী আউট হলেও ক্রিজে আসা স্কট অ্যাডওয়ার্ডসের সাথে লড়াই চালিয়ে যান আকারম্যান। এরমধ্যেই তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় অর্ধশতক। তবে, স্যান্টনারের বলে হ্যানরির হাতে ধরা পড়ে ৬৯ রানের মাথায় থামে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটে ডাচদের সর্বোচ্চ প্রতিরোধ গড়া ইনিংস। ১৫৭ রানে পঞ্চম উইকেট হারায় নেদারল্যান্ডস। এরপর ১৭৫ রানের মাথায় ২৭ বল খরচায় ৩০ রান করে বিদায় নেন ডাচ অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডসও। তার বিদায়ের পর নেদারল্যান্ডসের হয়ে আর কেউই ইনিংস বড় করতে পারেননি। এতেই ৪৬.১ ওভারে ২২৩ রানের গুটিয়ে যায় নেদারল্যান্ডেসের ইনিংস। নিউজিল্যান্ডের হয়ে মাইকেল স্যান্টনার নেন সর্বোচ্চ ৫টি উইকেট। এবার বিশ^কাপে এটিই প্রথম ফাইফার। এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে দারুন শুরু করে ব্ল্যাক ক্যাপসরা। উদ্বোধনী জুটিতেই আসে ৬৭ রান। ডার মারউইর বলে ডি লিডের হাতে ক্যাচ দেয়ার দেয়ার আগে কনওয়ে করেন ৪০ বলে ৫ চার ও ১ ছয়ে ৩২ রান। এরপর আরো একটি দারুন জুটি গড়েন আগের ম্যাচে কোন রান না পাওয়া কিউই ওপেনার ইয়াং। ২৬.১ ওভারে দলীয় ১৪৪ রানে মিকারেনের বলে ফেরার আগে তিনি ৭ চার ও ২ ছয়ে করেন ৭০ রান। মারউইর শিকার হয়ে রাচিন রবীন্দ্র ফেরেন ৫১ বলে ৩ চার ও ১ ছয়ে ৫১ রান করে। চারে নামা ড্যারেল মিচেল ফেরেন ফিফটি থেকে দুই রান দুরে। তার ৪৭ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ২টি ছয়ের মার। মিচেলের বিদায়ের পর দ্রুত ফিরে যান গ্লেন ফিলিপস ও মার্ক চ্যাপম্যানও। তবে ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথাম ও মিচেল স্যান্টনারের দৃঢ়তায় তিনশ পেরোয় নিউজিল্যান্ডের ইনিংস। ল্যাথাম করেন ৪৬ বলে ৫৩ রান। স্যান্টনার অপরাজিত থাকেন ১৭ বলে ৩৬ রান করে। ডাচদের হয়ে ফন মিকারেন ও ফন ডার মারউই এবং আরিয়ান দুটি করে উইকেট নেন। নিউজিল্যান্ডের পরবর্তী ম্যাচ বাংলাদেশের বিপক্ষে ১৩ অক্টোবর। অন্যদিকে, নিজেদের তৃতীয় ম্যাচে ১৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে নেদারল্যান্ডস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App