×

খেলা

অজিদের হারিয়ে রাহুল-কোহলিদের শুভসূচনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩, ১০:৪৮ পিএম

অজিদের হারিয়ে রাহুল-কোহলিদের শুভসূচনা

চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে রবিবার ২ রানে ৩ হারিয়ে চাপে পড়ে ভারত। চতুর্থ উইকেটে ১৬৫ রানের জুটি গড়ে ভারতের জয় নিশ্চিত করেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল- ইন্টারনেট

ঘরের মাঠে তৃতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর টিম ইন্ডিয়া আজ রবিবার অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে শুভসূচনা করেছে রোহিত বাহিনী। অজিদের ১৯৯ রানের জবাবে ব্যাট করতে নেমে দলীয় ২ রানে ৩ নির্ভরযোগ্য ব্যাটার ইশান কিষান, রোহিত শর্মা ও শ্রেয়াস আয়ারকে হারায়। চতুর্থ উইকেট জুটিতে বিরাট কোহলি- লোকেশ রাহুলের সঙ্গে ১৬৫ রানে পার্টনারশিপ গড়ে দলকে কাংখিত জয় এনে দেন। রিবাট কোহলি ১১৬ বলে ৮৫ রান করে আউট হলে অন্য প্রান্তে রানের চাকা সচল রাখেন লোকেশ রাহুল। আর এতেই জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যান ইন ব্লুজরা। রাহুল ১১৫ বলে ৯৭ রানে এবং হার্দিক পান্ডিয়া ৮ বলে ১১ রানে অপরাজিত থাকেন। এর আগে রবিবার টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। ভারতীয় বোলারদের ছন্দময় বোলিংয়ের বিপক্ষে ৪৯.৩ ওভারে ১৯৯ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয় ইনিংস। ভালো শুরুর পরও এমন ব্যাটিং ধসের মূল কারিগর ভারতীয় স্পিনাররাই। অস্ট্রেলিয়ার ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে রোহিত শর্মার দল। ইনিংসের প্রথম ওভারে মিচেল স্টার্কের চতুর্থ বলেই ব্যাটের কানায় লাগিয়ে প্রথম স্লিপে ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচ দেন প্রথম বল মোকাবেলা করা ইশান কিশান। এরপর দ্বিতীয় ওভারে জস হ্যাজলউডের বলে দুইটি উইকেট হারায় ভারত। আউট হন রোহিত শর্মা এবং শ্রেয়াস আয়ার। ওভারের তৃতীয় বলে এলবিডব্লিউর শিকার হন ৬ বলে ০ রান করা রোহিত। একই ওভারের শেষ বলে স্ট্যাম্পের ঠিক বাইরে গুড লেন্থের বল ড্রাইভ করতে গিয়ে সোজা ডেভিড ওয়ার্নারের হাতে ধরা পড়েন আয়ার। ৩ বল মোকাবেলা করে কোনো রান না নিয়েই আউট হয়ে সাজঘরে ফিরেন তিনি। এরপর ব্যাট করতে নামা বিরাট কোহলি ও লোকেশ রাহুল অজিদের বিপক্ষে প্রাথমিক প্রতিরোধ করার চেষ্টা করেন। দলীয় ১৬৭ রানের মাথায় কোহলির উইকেট হারায় ভারত। কোহলির বিদায়ে পর রাহুলের সঙ্গে জুটি বাঁধেন হার্দিক পান্ডিয়া। আগে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় ওভারে কোন রান না করেই জাসপ্রিত বুমরার বলে বিরাট কোহলিকে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন মিচেল মার্শ। এরপর দলের হাল ধরেন দুই অভিজ্ঞ ব্যাটার স্মিথ ও ওয়ার্নার। ১৬.২ ওভারে দলীয় ৭৪ রানের মাথায় কুলদিপ যাদবের বলে তাকেই ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ওয়ার্নার। ৫২ বলে ৬ চারে তিনি করেন ৪১ রান। এরপর লাবুশেনের সঙ্গে জুটি বাধেন স্মিথ। দলীয় ১১০ রানের মাথায় ব্যক্তিগত ৪৬ রান করে রবীন্দ্র জাদেজার বলে সরাসরি বোল্ড হন স্মিথ। এক ওভার পরেই আবার জোড়া আঘাত হানেন জাদেজা। ২৭ রান করা লাবুশেনকে ফেরানোর এক বল পরেই অ্যালেক্স ক্যারিকেও লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি। ১১৯ রানে টপ অর্ডারের পাঁচ ব্যাটারকে হারানো অজিরা শেষ পর্যন্ত ১৯৯ রানে অল আউট হয়। শেষ দিকে, অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক ৩৫ বলে ২৮ রানের ইনিংস করেন। ভারতের হয়ে জাদেজার তিন উইকেট শিকার করেন। বুমরাহ ও কুলদিপ ২টি, অশি^ন ও হার্দিক একটি উইকেট পান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App