×

খেলা

তিন সেঞ্চুরিতে রান পাহাড়ে প্রোটিয়ারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৩, ০৭:০২ পিএম

তিন সেঞ্চুরিতে রান পাহাড়ে প্রোটিয়ারা

শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো কুইন্ট ডি কককে শুভেচ্ছা জানাতে এগিয়ে যান প্রোটিয়া ওপেনার ভ্যান ডার ডুসেন। এর পর তিনি নিজেও সেঞ্চুরি হাঁকান। - ইন্টারনেট

দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪২৮রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে দক্ষিণ আফ্রিকা। এটিই বিশ্বকাপের এখন পর্যন্ত সর্বোচ্চ রান। আজ শনিবার (৭ অক্টোবর) এ খেলা অনুষ্ঠিত হয়। এর আগে ঘরের মাঠে ২০১৫ সালে আফগানিস্তানের বিপক্ষে ৪১৭ রান করেছিল অস্ট্রেলিয়া। প্রোটিয়াদের হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিন ব্যাটার। তিন অঙ্কের কোটায় রান পেয়েছেন সাবেক অধিনায়ক কুইন্টন ডি কক, রাসি ফন ডার ডুসেন ও এইডেন মার্কাম। তাদের তিন সেঞ্চুরিতে ভর করে শ্রীলঙ্কাকে প্রোটিয়ারা ছুড়ে দিয়েছে ৪২৯ রানের পাহাড়সম স্কোর। লঙ্কানদের হয়ে মাধুশাঙ্কা দুটি উইকেট নেন। দিল্লিতে আজ টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক টেম্বা বাভুমাকে হারায় প্রোটিয়ারা। মাধুশাঙ্কার বলে আউট হওয়ার আগে দুই চারে ৫ বলে ৮ রান করেন তিনি। এরপর ফন ডার ডুসেনের সঙ্গে ২০৪ রানের জুটি গড়েন সাবেক অধিনায়ক ডি কক। ৩০.৪ ওভারে পাথিরানার বলে ক্যাচ দিয়ে ফেরার আগে ডি কক ৮৪ বলে ১২ চার ও ৩ ছয়ে করেন ঠিক ১০০ রান। এরপর মার্কামের সঙ্গে ৫০ রানের জুটি গড়ে সেঞ্চুরি তুলে নেন ডুসেনও। ১১০ বলে ১৩ চার ও ২ ছয়ে ১০৮ রান কওে ভেল্লালাগের বলে সাজঘরে ফেরেন তিনি। ডুসেনের বিদায়ের পর হেনরিক ক্লাসেনের সঙ্গে জুটি বেধে লঙ্কান বোলারদের ওপর তাণ্ডব চালান এইডেন মার্কাম। মাত্র ৫৪ বলে ১০৬ রান করা এই ব্যাটার হাঁকান ১৪ টি চার ও ৩টি ছয়, ফেরেন মাধুশাঙ্কার বলে ক্যাচ দিয়ে। প্রোটিয়াদের ইনিংস চারশ পেরোয় ক্লাসেন ও ডেভিড মিলারের ছোট কিন্তু কার্যকরী ব্যাটিংয়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App