×

খেলা

বাংলাদেশকে ১৫৭ রানের টার্গেট দিল আফগানিস্তান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৩, ০২:১১ পিএম

বাংলাদেশকে ১৫৭ রানের টার্গেট দিল আফগানিস্তান

আফগানিস্তানের বিপক্ষে মিশ্র অনুভূতি নিয়ে শনিবার বিশ্বকাপ মিশন শুরু করছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্যাপ্টেন সাকিব আল হাসান।

সিদ্ধান্তটা ভালো ছিল বলেই প্রমাণ করলো টাইটাররা। ৩৭.২ ওভারে ১৫৬ রানে অলআউট আফগানিস্তান। ধর্মশালায় আফগানিস্তানকে এভাবেই বোলিংয়ে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ।

রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানে শুরুটা ভালো হয়েছিল আফগানিস্তানের। সাকিব এনে দেন প্রথম ব্রেকথ্রু। ইরবাহিম ফেরার পর রহমত শাহ বা হাশমতউল্লাহ শহীদি সেভাবে না টিকতে পারলেও গুরবাজে ভর করে এগোচ্ছিল আফগানিস্তান। এরপরই ইনিংসে নামে ধস।

বোলিংয়ে ৩০ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন সাকিব। দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রেও দারুণ ছিলেন তিনি। বোলিং পরিবর্তন কাজে এসেছে বেশ ভালোভাবে। শুরুতে না হলেও পরে এসে সফল হয়েছেন তাসকিন, শরীফুলরা। মোস্তাফিজ এনে দিয়েছেন গুরুত্বপূর্ণ উইকেট।

তবে দিনে সেরা বোলিং ফিগারটা মিরাজের—২৫ রানে ৩ উইকেট। ১ ওভার করা মাহমুদউল্লাহ ছাড়া বাকি ৫ বোলারই পেয়েছেন উইকেটের দেখা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App