×

খেলা

ডাচরা ২৮৬ রানে পাকিস্তানে লাগাম টেনে ধরল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৩, ০২:১০ পিএম

ডাচরা ২৮৬ রানে পাকিস্তানে লাগাম টেনে ধরল
ডাচরা ২৮৬ রানে পাকিস্তানে লাগাম টেনে ধরল

ছবি: ইন্টারনেট

ডাচরা ২৮৬ রানে পাকিস্তানে লাগাম টেনে ধরল

ভারতের রাজীব গান্ধী স্টেডিয়ামে শুক্রবার পাকিস্তানের ইফতেখার আহমেদকে ফিরিয়ে বাস ডি লিডের উচ্ছ্বাস। ছবি: ইন্টারনেট

ভারতের হায়দারাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে শুক্রবার (৬ সেপ্টেম্বর) নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে ২৮৬ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। মাত্র ৩৮ রানের মাথায় ৩ উইকেট হারিয়ে বিপদে পড়া পাকদের খাদের কিনারা থেকে টেনে তুলেন সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান জুটি। দুজনই ৬৮ রান করে সাজঘরে ফেরেন। ডাচদের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন বাস ডি লিড। অ্যাকারম্যান নেন ২টি উইকেট। জেতার জন্য নেদারল্যান্ডসের প্রয়োজন ২৮৭ রান। হায়দারাবাদে আগে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর দল পাকিস্তান। ইনিংসের চতুর্থ ওভারেই ১২ রান করা ফখর জামানকে ফেরান ফন বিক। পাওয়ার প্লের শেষ দুই ওভারে বাবর আজম ও ইমাম উল হককে প্যাভিলিয়নের পথ দেখান যথাক্রমে অ্যাকারম্যান ও ফন মিকারেন। ৯.৩ ওভাওে ৩৮ রানের মাথায় টপ অর্ডারের প্রথম তিন ব্যাটারকে হারিয়ে চাপে পড়া পাকিস্তানের ইনিংসের হাল ধরেন রিজওয়ান ও শাকিল। দুজনের ১২৮ রানের জুটিতে বিপদ সামাল দেয় পাকরা। চতুর্থ ব্যাটার হিসেবে দলীয় ১৫৮ রানের মাথায় আরিয়ান দত্তের বলে সাকিব জুলফিকারের হাতে ক্যাচ দিয়ে আউট হন শাকিল। তার মাত্র ৫২ বলে ৬৮ রানের ইনিংসটি সাজানো ছিল ৯টি চার ও ১ ছয়ে। শাকিলের বিদায়ের পর বাস ডি লিডের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগে ৭৫ বলে ৮ চারে ৬৮ রান করেন রিজওয়ান। এরপর বাস ডি লিডের শিকার হয়ে দ্রুত ফিরে যান ইফতেখারও। ১৮৮ রানেই ৬ উইকেট হারানো পাকিস্তানের ইনিংস পেরোয় মোহাম্মদ নাওয়াজ ও শাদাব খানের কল্যাণে। ডি লিডের বলে বোল্ড হয়ে ফেরার আগে শাদাব করেন ৩৪ বলে ২ চার ও ১ ছয়ে ৩২ রান। পরের বলেই হাসান আলীকে লেগ বিফোরের ফাদে ফেলেন ডি লিড। হ্যাটট্রিক বলটি কোনমতে ঠেকিয়ে দেন শাহীন শাহ আফ্রিদি। ৩৯ রান করে রান আউট হয়ে সাজঘরে ফেরেন নাওয়াজও।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App