×

খেলা

শ্রীলঙ্কাকে বিদায় করে সেমিফাইনালে আফগানিস্তান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩, ১২:৩৪ পিএম

শ্রীলঙ্কাকে বিদায় করে সেমিফাইনালে আফগানিস্তান

এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে শ্বাসরূদ্ধকর লড়াইয়ে লঙ্কানদের মাত্র ৮ রানের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠে গেলো আফগানিস্তান।

হাংঝুর জেইজিয়াং ইউনিভার্সিটি অব টেকনোলজি ক্রিকেট মাঠে প্রথমে ব্যাট করতে নেমে ১৮.৩ ওভারেই ১১৬ রান তলে অলআউট হয়ে যায় আফগানিস্তান। জবাব দিতে নেমে ১৯.১ ওভারে ১০৮ রানে অলআউট হয়ে শ্রীলঙ্কা। ফলে ৮ রানে জয় পায় আফগান অনূর্ধ্ব-২৩ দল। আফগানদের এই জয়ে মূল অবদান নূর আলি জাদরানের। টপ অর্ডারের এই ব্যাটার ৫২ বলে করেছিলেন ৫১ রান। তার ব্যাটে ভর করেই মূলত আফগানরা চ্যালেঞ্জিং স্কোর গড়ে তোলে।

টস হেরে ব্যাট করতে নামে আফগানিস্তান। নূর আলি জাদরান ছাড়া রান করেন শহিদুল্লাহ ১৪ বলে ২৩ এবং মোহাম্মদ শেহজাদ ২৪ বলে ২০ রান। বাকি ব্যাটাররা দাঁড়াতেই পারেননি। লঙ্কান বোলারদের তোপের মুখে ১১৬ রানে অলআউট হয়ে যায়। লঙ্কানদের হয়ে নুয়ান থুসারা ৩ ওভারে ১৭ রান দিয়ে নেন ৪ উইকেট। ২ উইকেট নেন সাহান আরাচ্চিগে।

জবাব দিতে নেমে লঙ্কান ব্যাটাররা আরও বেশি ব্যর্থতার পরিচয় দেয়। যার ফলে ১০৮ রানের বেশি করতে পারেনি তারা। সর্বোচ্চ ২২ রান করেন সাহান আরাচ্চিগে। ১৬ রান করেন লাসিথ ক্রুসপুলে, ১৩ রান করে সংগ্রহ করেন আসেন বান্দারা এবং বিজয়াকান্ত বিজয়াকান্থ।

আফগানদের হয়ে ৩টি করে উইকেট নেন গুলবাদিন নাইব ও কাইস আহমেদ। ১টি করে উইকেট নেন শরফুদ্দিন আশরাফ, জহির খান এবং করিম জানাত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App