×

খেলা

বিশ্বকাপ নিয়ে পরিকল্পনায় ঘাটতি রয়েছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৬ পিএম

বিশ্বকাপ নিয়ে পরিকল্পনায় ঘাটতি রয়েছে

ছবি : সংগৃহীত

জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট মনে করেন, বিশ্বকাপ নিয়ে টাইগারদের পরিকল্পনা ও প্রস্তুতিতে বিশাল ঘাটতি রয়ে গেছে। টাইগারদের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি তামিম ইকবালের। ১৭ বছরের অভিজ্ঞতাসম্পন্ন তামিম নিউজিল্যান্ডের বিপক্ষে ফিরেই ৪৪ রানের ইনিংস খেলে রেখেছিল ছন্দে ফেরার ইঙ্গিত। কিন্তু তামিমকে আনফিট দাবি করে দলে নেওয়া হয়েছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ওপেনার তানজিম হাসান তামিমকে। এশিয়া কাপের একটি ম্যাচ ও নিউজিল্যান্ড সিরিজের পারফরম্যান্সের ওপর ভর করে তাকে দলে নেওয়ার সমালোচনা করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। পাইলট বলেন, 'খুবই ভালো প্রমিসিং প্লেয়ার। আমরা আশাও করি, সে ভালো করবে। কিন্তু তার আসাটা কেমন যেন। এশিয়া কাপে এক ম্যাচ খেলালাম, তারপর সব ম্যাচ ড্রপ। বাংলাদেশে এসে খেলল (নিউজিল্যান্ড সিরিজ), রান করল না, বাংলাদেশ টিমে (বিশ্বকাপ স্কোয়াড) হয়ে গেল। তাহলে পারফরম্যান্স দিয়ে বাংলাদেশ টিমে এলাম না কেউই। তাই সে জায়গায় একটা বড় ঘটতি থেকে গেল। খুব কনফিডেন্ট থাকত যদি সে পারফর্ম করে টিমে ঢুকত, কাউকে বিট করে টিমে আসত। তাহলে তার জন্য ভালো হতো, খুব স্বাচ্ছন্দ্য বোধ করত।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App