×

খেলা

মাত্র ১৭১ রানেই গুটিয়ে গেল টাইগাররা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৪ পিএম

মাত্র ১৭১ রানেই গুটিয়ে গেল টাইগাররা

হোম অব ক্রিকেট মিরপুরে আজ মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৮৪ বলে ৭৬ রান করার পথে বাউন্ডারি হাঁকান টাইগার অধিনায়ক নাজমুল হাসান শান্ত। ছবি: সংগৃহীত

হোম অফ ক্রিকেট মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ওয়ানডেতে আজ মঙ্গলবার টসে জিতে আগে ব্যাট করতে নেমে ৩৪.৩ ওভারে মাত্র ১৭১ রানেই গুটিয়ে গিয়েছে বাংলাদেশের ইনিংস। ব্যাট হাতে অধিনায়ক শান্ত ছাড়া আলো ছড়াতে পারেননি তেমন কেউই। ১০ চারে শান্ত ৮৪ বলে করেন ৭৬ রান। ব্ল্যাক ক্যাপসদের হয়ে অ্যাডাম মিলনে সর্বোচ্চ ৪টি উইকেট নেন। সিরিজ জয় নিশ্চিত করতে কিউইদের লক্ষ্য ১৭২ রান। মিরপুরে আজ ইনিংসের দ্বিতীয় ওভারেই অভিষিক্ত জাকির হোসেনকে সরাসরি বোল্ড করে কিউইদের প্রথম সফলতা এনে দেন কিউই পেসার অ্যাডাম মিলনে। পরের ওভারেই ট্রেন্ট বোল্টের বলে ফিন অ্যালেনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তানজিদ তামিমও। এরপর ভারপ্রাপ্ত অধিনায়ক শান্ত ও হৃদয় মিলে লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছিলেন। কিন্তু অতিরিক্ত আক্রমণাত্মক ব্যাটিং করতে গিয়ে মিলনের দ্বিতীয় শিকারে পরিণত হওয়া হৃদয় করেন ১৮ রান। দলীয় ৩৫ রানে তৃতীয় উইকেট হারানোর পর শান্তকে নিয়ে হাল ধরেন মুশফিক। দেখেশুনে খেলার পাশাপাশি দুটি ছক্কাও হাঁকান তিনি। কিন্তু তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। কিউই পেসার লকি ফার্গুসনের বলে সরাসরি বোল্ড হওয়ার আগে ২৫ বলে ১৮ রান করতে পারেন তিনি। এরপর ক্রিজে নেমে মুখোমুখি হওয়া পঞ্চম বলে সিঙ্গেল নিয়ে পাঁচ হাজারি ক্লাবে প্রবেশ করেন মাহমুদউল্লাহ রিয়াদ। মাত্র চতুর্থ বাংলাদেশি ব্যাটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন এই ডানহাতি ব্যাটার। মিলনের বলে আউট হওয়ার আগে তিনি করেন ২১ রান। একপ্রান্তে নিয়মিত উইকেট হারাতে থাকলেও অপর প্রান্ত আগলে রানের চাকা সচল রেখেছিলেন শান্ত। ম্যাকোনির বলে লেগ বিফোরের ফাদে পা দেয়ার আগে তিনি করেন ৭৬ রান। শেষপর্যন্ত টাইগারদের ইনিংসও গুটিয়ে যায় ১৭১ রানে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App