×

খেলা

হেসে খেলে সিরিজ জিতল ভারত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৩ পিএম

হেসে খেলে সিরিজ জিতল ভারত

দ্বিতীয় ওয়ানডে ম্যাচে রবিবার ভারতের বিপক্ষে ডেভিড ওয়ার্নার ৩৯ বলে ৫৩ রানের ইনিংস খেলার পথে বাউন্ডারি হাঁকান ছবি: ইন্টারনেট

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ রবিবার (২৪ সেপ্টেম্বর) শুভমান গিল ও শ্রেয়াস আয়ারের সেঞ্চুরিতে ৩৯৯ রানের সংগ্রহ গড়েছে ভারত। তাছাড়া ভারতীয়দের হয়ে ৭২ রানের ইনিংস খেলেন সূর্যকুমার যাদব ও ৫২ রানের ইনিংস খেলেন লোকেশ রাহুল। এর আগে ২০১১ সালে উইন্ডিজের বিপক্ষে ৫ উইকেট হারিয়ে ৪১৮ রানের ইনিংস খেলেছিল, সেটি এখন পর্যন্ত ভারতীয়দের গড়া সবচেয়ে বড় সংগ্রহ। তাছাড়াও এর আগে আরো ৬ বার চারশোর বেশি রানের সংগ্রহ গড়েছিল দলটি। সফরকারী অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ২টি উইকেট শিকার করেছেন ক্যামেরুন গ্রিন এবং বাকিদের মধ্যে জশ হ্যাজেলউড, শেন অ্যাবট ও অ্যাডাম জ্যাম্পা ১টি করে উইকেট তুলেন। ৪০০ রানের পাহাড়সম লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া ধাক্কা খায় সফরকারীরা। ইনিংসের দ্বিতীয় ওভারেই প্রসিদ্ধ কৃষ্ণাকে তুলে মারতে গিয়ে থার্ডম্যানে রবিচন্দন অশ্বিনের হাতে ক্যাচ দিয়ে বসেন অজি ওপেনার ম্যাথু শর্ট। তিনি করেন ৮ বলে ৯ রান। পরের বলেই সময়ের অন্যতম সেরা ব্যাটার স্টিভ স্মিথ স্লিপে শুভমান গিলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে বসেন। এই নিয়ে তৃতীয়বারের মত ভারতের বিপক্ষে শুণ্য হাতে ফিরলেন স্মিথ। এরপর দলের হাল ধরেন ডেভিড ওয়ার্নার ও মারনাশ লাবুশেন। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৯ ওভারে অস্ট্রেলিয়া ২ উইকেটে ৫৬ রান তোলে। বৃষ্টির পর খেলা নেমে আসে ৩৩ ওভারে, অজিদের লক্ষ্য দাঁড়ায় ৩১৭ রান। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। একে একে প্যাভিলিয়নের পথ ধরেন লাবুশেন অ্যালেক্স ক্যারি, জশ ইনলিশ ক্যামেরন গ্রিনরা। ডেভিড ওয়ার্নার ও শেন অ্যাবট ছাড়া তেমন কেউই প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। ৩৩ ওভারের ম্যাচে ২৮.২ ওভারে ২১৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। ফলে বৃষ্টি আইনে ৯৯ রানে ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে ভারত। ওয়ার্নার ৩৯ বলে ৭ চার ও ১ ছয়ে করেন ৫৩ রান। শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলা অ্যাবট করেন ৩৬ বলে ৫৪ রান। এছাড়া হ্যাজলউড ১৬ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন। ভারতের হয়ে অশ্বিন ও জাদেজাও ৩টি, প্রসিদ্ধ ২টি ও শামি একটি উইকেট পান। তিন ম্যাচের ২টিতে জেতায় ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হবে আগামী ২৭ সেপ্টেম্বর। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ম্যাচের চতুর্থ ওভারেই ধাক্কা খায় স্বাগতিক ভারত। হ্যাজেলউডের বলে কট বিহাইন্ড হয়ে সাজঘরে ফেরেন ৮ রান করা ঋতুরাজ গায়কোয়াদ। এরপর তিনে নামা আয়ারকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন শুভমান গিল। দুই ব্যাটারই একশোর বেশি স্ট্রাইক রেট ধরে রেখে সেঞ্চুরি পূরণ করেন। গিল আউট হন ৯৭ বলে ১০৪ রানের ইনিংস খেলে এবং আয়ার সাজঘরে ফেরেন ৯০ বলে ১০৫ রান করে। তারা বিদায় নেয়ার পর আক্রমণাত্মক খেলে দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে নিতে ৩৮ বলে ৫২ রানের ইনিংস খেলেন রাহুল, ১৮ বলে ৩১ রান করেন ইশান কিষান। শেষ পর্যন্ত ৩৭ বলে ৭২ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন যাদব ও ১৩ রানে অপরাজিত ছিলেন রবীন্দ্র জাদেজা। প্রথম ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছিল ভারত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App