×

খেলা

শেষ ম্যাচে ফিরছেন মুশফিক-তাসকিন, অধিনায়ক মিরাজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৪ পিএম

শেষ ম্যাচে ফিরছেন মুশফিক-তাসকিন, অধিনায়ক মিরাজ

ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে থেকে বিশ্রাম চেয়েছেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন কুমার দাস। শনিবার ম্যাচ শেষে টিম ম্যানেজমেন্টের কাছে বিশ্রামের আবেদন জানান তারা । বিসিবি সূত্রে জানা গেছে, চাওয়া অনুযায়ী নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে বিশ্রাম পাচ্ছেন দুজনেই। তাই শেষ ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। এমনকি দলে ফিরছেন মুশফিক ও তাসকিন। তিনজনই সর্বশেষ দুই ম্যাচে বিশ্রাম পেয়েছেন। গতকাল দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৬ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় এই ম্যাচে ২৫৪ রান তুলে অলআউট হয় নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে বাংলাদেশ ৪১.১ ওভারে ১৬৮ রান করে থেমেছে। বাংলাদেশ দলের হয়ে অবসর ভেঙে ও ইনজুরি কাটিয়ে ফেরা তামিম ৪৪ রান করেছেন। শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচ শেষে পিঠের অস্বস্তির বিষয়টি জানিয়েছেন চোট থেকে ফেরা তামিম। নিউজিল্যন্ড সিরিজে একদিনের বিরতিতে দুটি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। বিশ্বকাপের আগে আরও একটি ম্যাচ খেলে চোটের ঝুঁকি বাড়াতে চান না বামহাতি এই ওপেনার। অন্যদিকে লিটন বিশ্রাম চেয়েছেন ভিন্ন কারণে। জ্বর থেকে সুস্থ হয়ে এশিয়া কাপে যোগ দেওয়ার পর থেকে টানা খেলার মধ্যে আছেন তিনি। কিন্তু এখনও জ্বরের ধকল থেকে পুরোপুরি সুস্থ হতে পারেননি লিটন। সে জন্য তিনিও শেষ ম্যাচটি খেলতে চাইছেন না। সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে থাকবেন তামিম ও লিটন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App