×

খেলা

ম্যাচ জিতলেও মেসিকে নিয়ে দুশ্চিন্তায় মায়ামি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩, ০১:০০ পিএম

ম্যাচ জিতলেও মেসিকে নিয়ে দুশ্চিন্তায় মায়ামি

ছবি : গোল ডট কম

ম্যাচ জিতলেও মেসিকে নিয়ে দুশ্চিন্তায় মায়ামি

ছবি : চোট নিয়ে মাঠ ছাড়ার পর মেসি ও আলবা

চোটের কারণে খেলতে পারেননি আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইয়ে বলিভিয়ার বিপক্ষে ম্যাচ। তবে আজ চোট কাটিয়ে ইন্টার মায়ামির হয়ে ঠিকই মাঠে নেমেছিলেন মেসি। কিন্তু ফেরাটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। টরন্টোর বিপক্ষে পুরোনো চোটে মাঠ ছাড়েন আর্জেন্টাইন অধিনায়ক। একই ম্যাচে চোটের কারণে মাঠ ছাড়েন তাঁর আরেক সতীর্থ জর্দি আলবা। তবে মেসি–আলবার চোটের ম্যাচে টরন্টোকে ৪-০ গোলে হারিয়েছে মায়ামি। জোড়া গোল করেন মেসির বদলি হিসেবে মাঠে নামা রবার্তো টেইলর। [caption id="attachment_465552" align="aligncenter" width="1537"]মায়ামির জয়ের রাতে চোট নিয়ে মাঠ ছাড়লেন মেসি ছবি : চোট নিয়ে মাঠ ছাড়ার পর মেসি ও আলবা[/caption] সবশেষ ম্যাচে আটলান্টার কাছে হারের পর এই ম্যাচে পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নেমেছিল ইন্টার মায়ামি। ম্যাচের ২৩ মিনিটে বড় একটি সুযোগও আসে মেসির সামনে। এরপর ম্যাচের ৩৭ মিনিটে চোটে পড়ে মাঠ ছাড়েন তিনি। মেসির মতো আটলান্টার বিপক্ষে খেলতে পারেননি আলবাও। চোট কাটিয়ে এই ম্যাচ দিয়েই মাঠে ফিরেছিলেন, তবে ৩৩ মিনিটে আলবাও চোটে পড়ে মাঠ ছাড়েন। মেসি ও আলবা মাঠ ছাড়লেও প্রথমার্ধের শেষ দিকে আর্জেন্টাইন ফুটবলার ফাকুন্দো ফ্যারিয়াসের গোলে এগিয়ে যায় মায়ামি। ম্যাচের দ্বিতীয়ার্ধে অবশ্য মায়ামির কাছে পাত্তাই পায়নি টরন্টো এফসি। ৫৪ মিনিটে ডি বক্সের বাইরে থেকে নেওয়া এক দুর্দান্ত শটে গোল করেন রবার্তো টেইলর। ৭০ মিনিটে তাঁর বাড়ানো বল থেকেই গোল করেন বেঞ্জামিন ক্রামসি। ৮৬ মিনিটে জোরালো শটে টেইলর আবার গোল করলে ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি। দুই গোল ও এক অ্যাসিস্ট নিয়ে ম্যাচসেরা হন রবার্তো টেইলর। এমন একপেশে জয়ের দিনে মায়ামি কোচ জেরার্দো মার্তিনোর দুশ্চিন্তা মেসি-আলবার চোট। চোট কতটা গুরুতর, তা জানতে দুজনেরই পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন এই কোচ। আগামী রোববার লিগে অরল্যান্ডো সিটির বিপক্ষে মাঠে নামবে মেসির দল। এরপর ২৭ সেপ্টেম্বর মায়ামির খেলতে হবে ইউএস ওপেনের ফাইনালে। এরপর সূচিতে আগামী ৭ অক্টোবরের মধ্যে আছে আরও ৩টি লিগ ম্যাচ। ফলে চোটের কারণে মেসির চোট গুরুতর হলে সামনের ম্যাচগুলোয় বিপদেই পড়তে পারে মায়ামি। ক্লাবটির ভক্তদের এখন প্রত্যাশা ইনজুরি কাটিয়ে দ্রুতই ফিরবেন মেসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App