×

খেলা

পাকিস্তানকে ৩৫৭ রানের টার্গেট দিলো ভারত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৭ পিএম

পাকিস্তানকে ৩৫৭ রানের টার্গেট দিলো ভারত

পাকিস্তানকে ৩৫৭ রানের টার্গেট দিলো ভারত। ছবি: সংগৃহীত

পাকিস্তানকে ৩৫৭ রানের টার্গেট দিলো ভারত

পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরে সোমবার ওয়ানডে ক্যারিয়ারের ৪৭তম সেঞ্চুরি তুলে নেন বিরাট কোহলি

পাকিস্তানকে ৩৫৭ রানের টার্গেট দিলো ভারত

পাকিস্তানের বিপক্ষে সোমবার এশিয়া কাপের সুপার ফোরে ওয়ানডে ক্যারিয়ারের ৬ষ্ঠ সেঞ্চুরি তুলে নেন লোকেশ রাহুল। ছবি: সংগৃহীত

পাকিস্তানকে ৩৫৭ রানের টার্গেট দিলো ভারত

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সোমবার পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি তুলে নেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। ছবি: সংগৃহীত

বৃষ্টির কারণে গতকাল (রবিবার) শুরু হওয়া ভারত-পাকিস্তান ম্যাচ বন্ধ করা হয়। শেষ পর্যন্ত ভেজা মাঠের কারণে ম্যাচ পুনরায় শুরু করাও সম্ভব হয়নি। যার কারণে খেলা গড়ায় আজকের রিজার্ভ ডে’তে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের বিরাট কোহলি ও কেএল রাহুল আজ (সোমবার) ২৪.১ ওভার থেকে নিজেদের ইনিংস শুরু করেন। আগের দিন ১৪৭ রানের সংগ্রহ ছিল ভারতের। কোহলি-রাহুলের দুর্দান্ত ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভার শেষে ২ উইকেটে তাদের দলীয় সংগ্রহ দাঁড়ায় ৩৫৬ রানে। কোহলি তার ৪৭তম সেঞ্চুরি পূরণ করার সঙ্গে দ্রুততম ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। এছাড়া রাহুল তুলে নেন ক্যারিয়ারের ৬ষ্ঠ সেঞ্চুর। কোহলি ৯৪ বলে ১২২ রানের অপরাজিত ইনিংস খেলেন এবং ১০৬ বলে ১১১ রানের অপরাজিত ইনিংস খেলেন রাহুল। ম্যাচ জিততে হলে পাকিস্তানকে করতে হবে ৩৫৭ রান।

[caption id="attachment_463429" align="aligncenter" width="1238"]পাকিস্তানকে ৩৫৭ রানের টার্গেট দিলো ভারত পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরে সোমবার ওয়ানডে ক্যারিয়ারের ৪৭তম সেঞ্চুরি তুলে নেন বিরাট কোহলি[/caption]

এর আগে গতকাল নির্ধারিত সময়ে টস হেরে ব্যাট হাতে নামে ভারত। দলটির হয়ে ইনিংস শুরু করেন রোহিত শর্মা ও শুভমান গিল। দুই ব্যাটারের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ভালো শুরু পায় ভারত। রোহিত-শুভমান জুটি প্রথমে রক্ষণাত্মক খেলে নিজেদের অবস্থান শক্ত করেন। এরপর থেকে শুরু হয় তাদের তান্ডব। দুই ব্যাটারই স্ট্রাইকে গিয়ে পাকিস্তানি বোলারদের বলে চার-ছক্কা হাঁকাতে থাকেন। তাদের জুটি ভাঙে শাদাব খানের করা ১৭তম ওভারের চতুর্থ বলে রোহিত আউট হলে। সাজঘরে ফেরার আগে ভারতীয় অধিনায়ক ৪৯ বলে ৫৬ রানের ইনিংস খেলেন। তার ইনিংসটি ছিল ৬টি চার ও ৪টি ছক্কায় সাজানো।

[caption id="attachment_463430" align="aligncenter" width="1237"]পাকিস্তানকে ৩৫৭ রানের টার্গেট দিলো ভারত পাকিস্তানের বিপক্ষে সোমবার এশিয়া কাপের সুপার ফোরে ওয়ানডে ক্যারিয়ারের ৬ষ্ঠ সেঞ্চুরি তুলে নেন লোকেশ রাহুল। ছবি: সংগৃহীত[/caption]

এরপর শুভমান গিলকে সঙ্গ দিতে তিনে ব্যাটিং করতে নামেন বিরাট কোহলি। তবে কোহলির সঙ্গে বড় জুটি গড়তে পারেননি শুভমান। রোহিত বিদায় নেয়ার পরের ওভারেই শাহীন আফ্রিদির শিকারে পরিণত হন তিনি। প্যাভিলিয়নের পথ ধরার আগে এই ওপেনার ৫২ বলে ৫৮ রানের ইনিংস খেলেন, যেখানে ছিল ১০টি বাউন্ডারি। পরবর্তীতে চারে নামেন কেএল রাহুল। তার সঙ্গে কোহলি জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথেই এগিয়ে নিচ্ছিলেন। এর মধ্যেই হানা দেয় বৃষ্টি। বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত বিরাট কোহলি অপরাজিত ছিলেন ৮ রানে এবং কেএল রাহুল ১৭ রানে অপরাজিত ছিলেন। রিজার্ভ ডে’তে কোহলি ও রাহুল ইনিংসের শেষ বল পর্যন্ত টিকে থেকে নিজেদের সেঞ্চুরি পূরণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App