×

খেলা

ভারতের বিপক্ষে হেরে রানার্সআপ বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৬ পিএম

ভারতের বিপক্ষে হেরে রানার্সআপ বাংলাদেশ

ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে রবিবার সাফ জুনিয়র চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলােদেশ-ভারতের ম্যাচের একটি মুহূর্ত। ছবি: ইন্টারনেট।

ভারতের বিপক্ষে হেরে রানার্সআপ বাংলাদেশ

ভারতের গোলরক্ষককে একা পেয়ে ও বল জালে জড়াতে পারেনি বাংলাদেশের ফরোয়ার্ড় ছবি: ইন্টারনেট

সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে আজ (রবিবার) ভারতের বিপক্ষে ২-০ গোলে হেরে রানার্স আপ হয়েছে বাংলাদেশ জুনিয়র ফুটবল দল। ম্যাচের শুরু থেকেই চাপে থাকা লাল সবুজের প্রতিনিধিরা পুরো ম্যাচ জুড়েই কয়েকটি সুযোগ পেয়েছে। তবে একাধিক সুযোগ হাতছাড়া করার কারণে তারা লড়াইয়ে ফিরে আসতে পারেননি। পুরো টুর্নামেন্টেই প্রতিপক্ষের পরীক্ষা নিয়ে, কোনো কোনো ম্যাচে দাপট দেখিয়ে ফাইনালে এসেছে বাংলাদেশ ও ভারত। আজ ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে তারা শিরোপার লড়াইয়ে নামে। শক্তিশালী ভারতের জুনিয়র ফুটবলাররা ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে। আরেকদিকে ফয়সালের দলও তালে তাল মিলিয়ে লড়াই করার চেষ্টা চালায়। বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণের দিক থেকে নিজেদের এগিয়ে রাখার চেষ্টা করে বাংলাদেশ দল। বল পায়ে পেলেই তারা আক্রমণ করে ভারতের রক্ষণভাগকে পরাস্ত করার চেষ্টা করেছে। সেই চেষ্টায় একাধিকবার সফলতাও পেয়েছে মোর্শেদ-সাঈদরা। তবে সুযোগ পেয়েও তারা সেগুলো কাজে লাগাতে পারেনি। একবারও তারা তাই জালের দেখা পায়নি। তাদের বিপরীতে বেশি সময় বল দখলে রেখে পরিকল্পিত আক্রমণ করেছে ভারত। দলটির হয়ে প্রথমে গোল করেন ভরত লইরেঞ্জাম। তার গোলে ম্যাচের ৮ মিনিটেই লিড পায় ভারতীয়রা। এরপর দ্বিতীয়ার্ধে বাংলাদেশ লড়াইয়ে ফিরে আসার প্রাণপণ চেষ্টা করলেও ৭৩ মিনিটে আরেকটি গোল হজম করে। ভারত দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন লেভিস জাংমিনলুন। ম্যাচের ৮১ মিনিটে আরেকটি গোল করে ভারত। তবে অফসাইডের কারণে সেই গোলটি বাতিল করা হয়। শেষ পর্যন্ত ২-০ গোলে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ভারতকে। বাংলাদেশ ও ভারত দুই দলই অনূর্ধ্ব-১৬ সাফে এই নিয়ে আটবার অংশগ্রহণ করেছে। এবার নিয়ে ভারত দল মোট ৫ বার শিরোপা জয় করেছে। এর আগে তারা জুনিয়র সাফের গত আসরেও চ্যাম্পিয়ন হয়েছিল। অর্থাৎ, বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে ভারতীয়রা ফেভারিট হিসেবেই খেলতে নেমেছিল ফাইনাল ম্যাচে। আরেকদিকে বাংলাদেশ এই পর্যন্ত জুনিয়র সাফের শিরোপা জয় করেছে দুই বার। এরমধ্যে প্রথমবার বাংলাদেশ শিরোপার ছোঁয়া পায় ২০১৫ সালে এবং দ্বিতীয় ও সর্বশেষ শিরোপাটা বাংলাদেশে আসে ২০১৮ সালে। [caption id="attachment_463167" align="aligncenter" width="700"] ভারতের গোলরক্ষককে একা পেয়ে ও বল জালে জড়াতে পারেনি বাংলাদেশের ফরোয়ার্ড়। ছবি: ইন্টারনেট।[/caption] এর আগে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে শক্তিশালী পাকিস্তান দলকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। সেই জয়ের মধ্য দিয়েই ফাইনালে উঠে লাল সবুজের প্রতিনিধিরা। তাদের আগে প্রথম সেমিফাইনালে ভারত দল মুখোমুখি হয়েছিল মালদ্বীপের। সেই ম্যাচে প্রতিপক্ষের জালে ৮টি গোল দিয়েছিল ভারতীয়রা। একে একে ৮টি গোল করে তারা একটি গোলও হজম করেনি। সেই ম্যাচ থেকেই ভারত দলের জুনিয়র ফুটবলারদের বর্তমান ছন্দ ও শক্তি সম্পর্কে অনুমান করা যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App