×

খেলা

বাংলাদেশকে ২৫৮ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৬ পিএম

বাংলাদেশকে ২৫৮ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা
আক্রমণাত্মক ব্যাটিংয়ে শুরুতেই বোলারদের আত্মবিশ্বাস ভেঙে দিয়েছিলেন দুই লঙ্কান ওপেনার। উইকেটেও তেমন কিছু ছিলো না পেসারদের জন্য। তাই নতুন বলে বাড়তি কোনো সুবিধা নিতে পারেনি বাংলাদেশ। তবে প্রথম পাওয়ার প্লের পরই স্পিন দিয়ে চেপে ধরেন সাকিব আল হাসান। তারপরও সাদিরা সামাবিক্রমার-কুশল মেন্ডিসের ব্যাটে বড় সংগ্রহের পথেই এগোচ্ছিল লঙ্কানরা। তবে মেন্ডিস ফেরার পরই তাসের ঘরের মতো ভেঙে যায় তাদের মিডল অর্ডার। যেখানে বড় অবদান শরিফুলের। সাকিব-নাসুমের নিয়ন্ত্রিত বোলিং আর শরিফুল-হাসানের আগ্রাসনে লঙ্কানদের নাগালেই রেখেছে বাংলাদেশ। শনিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৭ রান তুলেছে শ্রীলঙ্কা। সর্বোচ্চ ৯৩ রান এসেছে সামাবিক্রমার ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ৫৭ রানে ৩ উইকেট শিকার করে সেরা বোলার হাসান মাহমুদ। প্রেমাদাসায় টসে হেরে ব্যাট করতে নেমে কিছুটা দেখেশুনে খেলতে শুরু করে শ্রীলঙ্কা। কিন্তু ম্যাচের পঞ্চম ওভারে হাসান মাহমুদকে পরপর দুই বলে চার হাঁকানো পর তৃতীয় বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ওপেনার দিমুথ করুনারত্নে। তিনি করেন ১৮ রান। এরপর কুশাল মেন্ডিসকে নিয়ে পার্টনারশিপ গড়েন ওপেনার পাথুম নিশানকা। দলীয় ১০৮ রানের মাথায় শরিফুলের বলে লেগ বিফোর হওয়ার আগে ৬০ বলে ৪০ রান করেন তিনি। নিশানকা ফেরানোর পরের ওভারেই আবার আঘাত হানেন শরিফুল। অর্ধশতক পূর্ন করে তাসকিনের হাতে ক্যাচ দিয়ে কুশাল মেন্ডিস সাজঘরে ফেরেন দলীয় ১১৭ রানের মাথায়। তাসকিন ১০ রান করা চারিথ আসালাঙ্কাকে ফেরানোর পর ধনাঞ্জয়া ডি সিলভাকে ব্যক্তিগত ৬ রানে ফেরান হাসান মাহমুদ। এক প্রান্তে অপরাজিত থাকা সাধিরা এরপর অধিনায়ক শানাকাকে নিয়ে দলকে ভালো সংগ্রহের দিকে নিয়ে যান। দলীয় ২২৪ রানের মাথায় ব্যক্তিগত ২৪ রান করে হাসান মাহমুদের বলে বোল্ড হন শানাকা। ৩ রান করা দুনীথ ওয়াল্লাগেকে রান আউট করেন হাসান মাহমুদ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App