×

খেলা

ডেনমার্কের গোল বন্যার দিনে ফ্রান্সের সহজ জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪ পিএম

ডেনমার্কের গোল বন্যার দিনে ফ্রান্সের সহজ জয়

ছবি : ফ্রান্সকে জেতাতে দারুণ গোল করার পর রিয়াল মাদ্রিদের ডিফেন্সিভ মিডফিল্ডার অঁরেলিন চুয়ামেনি

ডেনমার্কের গোল বন্যার দিনে ফ্রান্সের সহজ জয়
ইউরো বাছাইপর্বে আয়ারল্যান্ড রিপাবলিককে ২-০ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষস্থান আরো মজবুত করলো ফ্রান্স। ফ্রান্সের হয়ে গোল করেন তরুন মিডফিল্ডার অঁরেলিন চুয়ামেনি ও স্ট্রাইকার মার্কাস থুরাম। অপর ম্যাচে সান মারিনোকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে ডেনমার্ক। গ্রিসের বিপক্ষে নেদারল্যান্ডস ৩-০ গোলের জয় পেয়েছে। ফ্রান্সের হয়ে পুরো ম্যাচে অসাধারণ খেলা রিয়াল মাদ্রিদের ডিফেন্সিভ মিডফিল্ডার অঁরেলিন চুয়ামেনি ম্যাচের ১৯ মিনিটে দলকে লিড এনে দেন। ২য় অর্ধের ৪৮ মিনিটে অপর গোলটি করেছেন সদ্য ইন্টার মিলানে যোগ দেওয়া স্ট্রাইকার মার্কাস থুরাম। এরপর আর কোন গোল না পেলেও জয় পেতে বেগ পেতে হয়নি বিশ্বকাপ রানার্সআপদের। এটি ছিল ইউরো বাছাইপর্বে ফ্রান্সের পঞ্চম রাউন্ডের ম্যাচ। পাঁচ ম্যাচের সবকটিতে জিতে গ্রুপের শীর্ষস্থান আরো মজবুত করলো দ্য ব্লুজরা। একই গ্রুপে থাকা নেদারল্যান্ডস তিন ম্যাচের মধ্যে দুই জয়ে ফ্রান্সের পরে অবস্থান করছে। বৃহস্পতিবার রাতের ডাচদের হয়ে গোল করেন এম ডি রুন, কোডি গ্যাকপো ও ওয়াট ওয়েগহোস্ট। [caption id="attachment_462569" align="aligncenter" width="1500"] ছবি : গ্রিসের বিপক্ষে গোল করার পর নেদারল্যান্ডসের কোডি গ্যাকপো[/caption] ডেনমার্কের বড় জয়ের ম্যাচে প্রথমার্ধে তিন গোল করলেও অন্য গোলটি আসে যোগ করা সময়ে। পাঁচ ম্যাচের তিনটিতে জিতে গ্রুপ ‘এইচ’-এ দ্বিতীয় স্থানে অবস্থান করছে দলটি। অপরদিকে ফ্যারো আইল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে পোল্যান্ড । গোল দুটিই এসেছে বার্সা স্ট্রাইকার রবার্ট লেভানডোফস্কির পা থেকে। দিনের অন্য ম্যাচগুলোতে হাঙ্গেরির কাছে ২-১ গোলে হেরেছে সার্বিয়া। এবং স্লোভানিয়ার কাছে ৪-২ গোলে হেরেছে নর্থ লন্ডন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App