×

খেলা

আইসিসিতে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৪ পিএম

আইসিসিতে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড

ছবি: ইন্টারনেট

আগামী বিশ্বকাপের জন্য কয়েকজন ক্রিকেটারকে স্ট্যান্ডবাই হিসেবে রেখে ১৫ সদস্যের মূল স্কোয়াড চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে এই তালিকা এখনই প্রকাশ্যে আনছে না বিসিবি। কেননা, বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) যে তালিকা পাঠানো হয়েছে, সেটিই শেষ পর্যন্ত বহাল থাকবে; এমন কোনো নিশ্চয়তা নেই। এর অন্যতম কারণ বাংলাদেশ দলে বেশ কিছু ইনজুরি।

জানা গেছে, মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ইমেইলের মাধ্যমে দুবাইয়ের আইসিসি সদর দপ্তরে পৌঁছেছে বাংলাদেশ স্কোয়াড।

মূলত বিশ্বকাপ শুরুর সপ্তাহখানেক আগে দলে পরিবর্তনের সুযোগ থাকার সুযোগ নিতে চায় বিসিবি। তাই ফর্মে থাকা ও চোটে জর্জরিত ক্রিকেটারদের জন্য অপেক্ষা করতে চাচ্ছে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থা।

বিসিবি সূত্র বলছে, আগামী ২৫ বা ২৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বিশ্বকাপ দল প্রকাশ করা হবে।

এদিকে মঙ্গলবার বিশ্বকাপের দল ঘোষণা করেছে স্বাগতিক ভারত, সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। আর আগেই বিশ্বকাপের দল দিয়েছিল ইংল্যান্ড।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App