×

খেলা

আজ সুপার ফোরে লড়বে বাংলাদেশ-পাকিস্তান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৫ এএম

আজ সুপার ফোরে লড়বে বাংলাদেশ-পাকিস্তান

ছবি: ইন্টারনেট

আজ এশিয়া কাপ ক্রিকেটের সুপার ফোরে লড়াইয়ে নামবে বাংলাদেশ-পাকিস্তান।

বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩:৩০ মিনিট লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হবে।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে সাকিব আল হাসানদের সুপার ফোরে খেলা অনিশ্চিত হয়ে পড়েছিল। দ্বিতীয় ম্যাচে মিরাজ ও শান্তর জোড়া সেঞ্চুরি এবং তাসকিন- শফিউলের মারাত্মক বোলিংয়ে বড় ব্যবধানে জিতেই বাংলাদেশ সুপার ফোর নিশ্চিত করে।

শিরোপার প্রত্যাশা নিয়েই সাকিব-মুশফিকরা এশিয়া কাপ খেলতে এসেছেন। আজ জিতলে প্রত্যাশাটা আরও বেড়ে যাবে। তবে ওয়ানডে ক্রিকেটে পাকিস্তান এখন দুর্দান্ত ফর্মে রয়েছে। ঘরের মাঠে তারা ফেবারিট। সাকিবদের জিততে হলে ব্যাটে-বলে সেরাটা দিতেই হবে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ নির্ভরযোগ্য ব্যাটসম্যান নাজমুল হাসান শান্তকে পাচ্ছে না। আফগানিস্তানের বিপক্ষে ইনজুরির শিকার হওয়ায় তার এশিয়া কাপই শেষ হয়ে গেছে। গতকালই দেশে ফিরে আসার কথা। অসুস্থ থাকায় লিটন দাস বাংলাদেশের হয়ে গ্রুপের দুটি ম্যাচ খেলতে পারেননি। আজ মাঠে নামার সম্ভাবনা রয়েছে।

এদিকে পাকিস্তানে পড়েছে প্রচণ্ড গরম; লাহোরের আবহাওয়া বুলেটিনে ৩৩ ডিগ্রি বলা হলেও হোটেল রুমের বাইরে বেরোলেই নাকি ৪০ ডিগ্রির মতো অনুভূত হচ্ছে। হোয়াটসঅ্যাপ কলে বাংলাদেশ দলের সঙ্গে থাকা টিম ম্যানেজমেন্টের এক সদস্য নিশ্চিত করেন, এই গরমের কারণেই নাকি গতকাল আর মাঠমুখো হয়নি দল। অনুশীলনের সূচি থাকলেও তা বাতিল করেছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সাকিবদের এনার্জি বাঁচিয়ে রেখেছেন আজকের হাইভোল্টেজ ম্যাচের জন্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App