×

খেলা

গাদ্দাফি স্টেডিয়ামের অনার্স বোর্ডে শান্ত-মিরাজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৮ পিএম

গাদ্দাফি স্টেডিয়ামের অনার্স বোর্ডে শান্ত-মিরাজ

ছবি-ইন্টারনেট

পাকিস্তানের লাহোরে অবস্থিত গাদ্দাফি স্টেডিয়ামে দিনটা নিজেদের করে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত। দুইজনেই সেঞ্চুরি তুলে নিয়েছেন। তাদের সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ গড়ে বড় স্কোর। বাংলাদেশ পেয়েছে স্বস্তির জয়। তাইতো পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে নাম উঠেছে দুই তারকা ক্রিকেটারের। এশিয়া কাপে আফগানিস্তানকে রবিবার রাতে ৮৯ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে টুর্নামেন্টের সুপার ফোরে খেলাও নিশ্চিত হয়েছে বাংলাদেশ। এমন ম্যাচটি পুরোপুরি নিজেদের রঙে রাঙালেন মিরাজ-শান্ত। গাদ্দাফি স্টেডিয়ামে ওয়ানডে ক্রিকেটে কোনো বোলার ৫ উইকেট সংগ্রহ করলে বা সেঞ্চুরি করলে তার নাম যুক্ত হয় মাঠের অনার্স বোর্ডে। বাংলাদেশের হয়ে এই বোর্ডে প্রথমবার নাম ওঠান মোহাম্মদ আশরাফুল। ২০০৮ সালে সেঞ্চুরি করে এই বোর্ডে নাম লিখিয়েছিলেন আশরাফুল। এবার যোগ হলেন মিরাজ ও শান্ত। অনার্স বোর্ডে দুই বাংলাদেশির নাম ওঠার বিষয়টি নিয়ে পোস্ট করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পিসিবি মিরাজ ও শান্তও একটি ছবি পোস্ট করে লিখেছে, 'বাংলাদেশের পক্ষে দুই সেঞ্চুরিয়ান মেহেদী হাসান মিরাজ এবং নাজমুল হোসেন শান্ত লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের অনার্স বোর্ডে নিজেদের নাম লিখিয়েছে।’ আফগানদের বিপক্ষে ইনিংসের ৪০.৪ ওভারে নাইবের বলে সিঙ্গেল নিয়ে তিন অঙ্কের ঘরে যান মিরাজ। ৬৫ বলে হাফসেঞ্চুরি করা মিরাজের পরের পঞ্চাশ তুলতে লেগেছে ৫০ বল। এটি তার ক্যারিয়েরর দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি। এরপর ইনিংসের ৪২.৪তম ওভারে ১০১ বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি স্পর্শ করেন শান্ত। শান্তর ক্যারিয়ারেও এটি দ্বিতীয় সেঞ্চুরি। অবশ্য সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকলেন না। আউট হয়ে গেলেন ১০৪ রানে। মিরাজকেও ১১২ রানে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App