×

খেলা

ম্যাচ সেরা হয়ে যা বললেন মিরাজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৯ এএম

ম্যাচ সেরা হয়ে যা বললেন মিরাজ

ছবি-ইন্টারনেট

আফগানিস্তানের বিপক্ষে ৮৯ রানের বিশাল জয়ে এশিয়া কাপের সুপার ফোরের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। ৩৩৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ৪৪.৩ ওভারে ২৪৫ রানে গুটিয়ে যায় আফগানদের ইনিংস। পরের ম্যাচে আফগানরা শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারালেও টাইগারদের সুপার ফোর কেউ আটকাতে পারবে না। বাংলাদেশ দল এখন ভালো রান রেটে রয়েছে। রবিবার (৪ সেপ্টেম্বর) ম্যাচে দারুণ খেলেছেন মেহেদী হাসান মিরাজ। ব্যাটে বলে ছিলেন অনন্য। ম্যাচ সেরাও হয়েছেন তিনি। পুরস্কার গ্রহণের সময় মিরাজ বলছিলেন, আলহামদুলিল্লাহ!আমি সত্যিই খুশি। টিম ম্যানেজমেন্ট আমার প্রতি বিশ্বাস রেখেছিল, আমিও ভালো খেলেছি। এটা ভালো উইকেট ছিল, বল সহজে ব্যাটে আসছিল। ম্যাচে শান্তর সঙ্গে ১৯৪ রানের জুটি নিয়ে মিরাজ বলেন, 'আমার ও শান্তর মধ্যে দারুণ একটা জুটি হয়েছে। পরপর দুই ম্যাচে সে দারুণ ক্রিকেট খেলেছে। আমরা ভালো মতো স্ট্রাইক রোটেড করতে পেরেছি। কন্ডিশন খুব বেশি গরম হলে পায়ে একটু টান লাগে, যেমনটা আমার আজ হয়েছে।' এদিন মিরাজকে নিয়ে অবশ্য কিছুটা সাহসী সিদ্ধান্তই নিয়েছিল টিম ম্যানেজমেন্ট। লোয়ার মিডল অর্ডারে অভ্যস্ত মিরাজ খেলেছেন মেক শিফট ওপেনার হয়ে। অধিনায়ক সাকিব আল হাসানও খুশি মিরাজের এমন পারফর্ম্যান্সে, 'আগেও মিরাজ যখনই টপ-অর্ডারে সুযোগ পেয়েছে, নিজেকে প্রমাণ করেছে। আমরা সবসময়ই জানি ওর সামর্থ্য আছে, আফগানিস্তানের বিপক্ষে ওর ভালো রেকর্ড আছে। আমরা ভাবলাম কেন ওকে চেষ্টা করে দেখবো না ভালো উইকেটে। সৌভাগ্যবশত সেটি কাজে এসেছে।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App