×

খেলা

মিরাজ-শান্ত’র ব্যাটে বড় সংগ্রহের পথে টাইগাররা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১২ পিএম

মিরাজ-শান্ত’র ব্যাটে বড় সংগ্রহের পথে টাইগাররা
আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করছে বাংলাদেশ। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও পরপর দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৬০ রান করার পর খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। এরপর মাত্র ৩ রানের ব্যবধানে সাজঘরে ফেরেন ওপেনার নাইম শেখ ও তাওহিদ হৃদয়। তবে মিরাজ ও নাজমুল হোসেন শান্ত’র জোড়া ফিফটিতে বড় সংগ্রহের দিকে আগাচ্ছে বাংলাদেশ। রবিবার (৩ সেপ্টেম্বর) পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।। মেহেদী হাসান মিরাজকে নিয়ে ওপেনিংয়ে ব্যাট করতে নামেন নাইম। শুরু থেকেই আফগান বোলারদের ওপর চড়াও হন নাইম। একের পর এক বাউন্ডারিতে রান তুলতে থাকেন দ্রুত। তার ব্যাটে ভর করেই ৭.৫ ওভারেই ৫০ রান তুলে নেয় বাংলাদেশ। যদিও পাওয়ার প্লের শেষ বলে নাইমকে বোল্ড করে সাজঘরে ফেরান মুজিব উর রহমান। ৩২ বলে ৫টি চারে ২৮ রান করেন তিনি। ৬ ম্যাচের ক্যারিয়ারে এটি নাইমের ক্যারিয়ার সেরা। এরপর থিতু হতে পারেননি ওয়ান ডাউনে নামা তাওহিদ হৃদয়। তিনি আউট হয়েছেন কোনো রান করার আগেই। গুলবাদিন নাইবের অফ স্টাম্পের বাইরের বলে অফ সাইডে ড্রাইভ খেলতে চেয়েছিলেন হৃদয়। তবে তা ব্যাটের কানায় লেগে চলে যায় ফার্স্ট স্লিপে। সেখানে এক হাতে ডাইভ দিয়ে দারুণ ক্যাচ নিয়েছেন ইব্রাহীম জাদরান। ৬৩ রানে ২ উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে বাংলাদেশ। ৬৩ রানে ২ উইকেট পতনের পর দলের হাল ধরেন মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত। তাদের ব্যাটে ভর করেই দলীয় ১০০ পার হয় বাংলাদেশের। সেই সঙ্গে জুটিরও হাফ সেঞ্চরি পূরণ করেন তারা। শান্তকে সঙ্গে নিয়ে ৬৫ বলে নিজের ওয়ানডে ক্যারিয়ারের ৩য় হাফ সেঞ্চুরি তুলে নেন মিরাজ। ১১৭ বলে মিরাজ-শান্ত জুটির সেঞ্চুরি পূরণ হয়। এর মধ্যে বাংলাদেশ পেরিয়ে গেছে দেড়শ রানের গণ্ডিও। খানিক বাদে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন ৫৭ বলে শান্ত। ফজলহক ফারুকির লেংথ বলে স্কয়ার দিয়ে পুল করে ছক্কা মেরে টানা দুই ম্যাচে হাফ সেঞ্চুরির দেখা পেলেন এই বাঁহাতি ব্যাটার। ইতোমধ্যে ১২৯ বলে ১১৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন এই দুই ব্যাটার। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৭ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২১৪ রান। মেহেদী হাসান মিরাজ ব্যাট করছেন ৮৯ রান নিয়ে এবং নাজমুল হোসেন শান্ত ব্যাট করছেন ৭৯ রান নিয়ে। বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, শামীম পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং হাসান মাহমুদ। আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদী, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নাঈব, করিম জানাত, রশিদ খান, ফজলহক ফারুকি এবং মুজিব উর রহমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App