×

খেলা

বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে ভারত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৯ পিএম

বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে ভারত

হার্দিক পান্ডিয়া ও ররিন্দ্র জাদেজা। ছবি: সংগৃহীত

পাকিস্তানি বোলারদের তোপে ৬৬ রান তুলতে শীর্ষ ৪ ব্যাটার সাজঘরে ফিরলেও ইশান কিশান আর হার্দিক পান্ডিয়ার জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল ভারত। যদিও পরে ইশান কিশান আউট হয়ে গেছেন। তবে দারুণ খেলছে এবং বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে রহিত শর্মার দল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪২ ওভার শেষে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ২৩৭ রান। জাদেজা ১৩ রান আর হার্দিক  ৮৬ রানে অপরাজিত আছেন।

শনিবার (২ সেপ্টেম্বর) শ্রীলংকার পাল্লেকেলেতে এশিয়া কাপে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ভারত ৪.২ ওভারে বিনা উইকেটে ১৫ রান তোলার পর বৃষ্টির কারণে প্রথম দফায় খেলা বন্ধ হয়। ১১.২ ওভারে ৩ উইকেটে ৫১ রান তোলার পর ফের নামে বৃষ্টি।

বৃষ্টি থামার পর খেলা শুরু হলে আঘাত হানেন হারিস রউফ। ব্যাটে লেগে ইনসাইডেজ হয়ে শুভমান গিল (৩২ বলে ১০) হন বোল্ড। পরে সেখান থেকে ইশান কিশান আর হার্দিক পান্ডিয়ার জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল ভারত। তবে ইশান কিশান আউট হলে রবিন্দ্র জাদেজা হাল ধরেছেন। এর আগে প্রথম দফা বৃষ্টির পর খেলতে নেমে পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদির তোপের মুখে পড়ে ভারত। নিজের টানা দুই ওভারে আফ্রিদি ফিরিয়ে দেন ভারতীয় ব্যাটিংয়ের দুই স্তম্ভ রোহিত শর্মা আর বিরাট কোহলিকে।

শাহিন আফ্রিদির দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়ে ফিরে যান ভারতীয় অধিনায়ক রোহিত (২২ বলে ১১)। ১৫ রানে প্রথম উইকেট যায় ভারতের। নিজের পরের ওভারে আফ্রিদির আরেকটি দুর্দান্ত ডেলিভারি। এবার ইনসাইডেজ হয়ে বোল্ড কোহলি (৭ বলে ৪)। ২৭ রানে ২ উইকেট হারায় ভারত।

শ্রেয়াস আয়ার তবু চালিয়ে খেলতে চেয়েছিলেন। তবে অতি মারমুখী হতে গিয়ে বিপদ ডেকে আনেন তিনি। হারিস রউফকে পুল খেলতে গিয়ে ফখর জামানের ক্যাচ হন আয়ার। ৯ বলে তিনি করেন ১৪।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App