×

খেলা

সাজঘরে হৃদয়, মুশফিক-শান্তর ব্যাটে লড়ছে বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩, ০৬:১৫ পিএম

সাজঘরে হৃদয়, মুশফিক-শান্তর ব্যাটে লড়ছে বাংলাদেশ

সাজঘরে হৃদয়, মুশফিক-শান্তর ব্যাটে লড়ছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে দ্রুত তিন উইকেট হারানোর পর দলের হাল ধরেছেন শান্ত-হৃদয়। এই দুই তরুণের ব্যাটে ভর করে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে টাইগার শিবিরে। দলকে টেনে তোলার পথে ৬৬ বলে হাঁফ সেঞ্চুরি পেয়েছেন শান্ত। ২৪তম ওভারের চতুর্থ বলে বাউন্ডারি হাঁকিয়ে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি। তবে এর এক বল পরই সাজঘরে ফিরেছেন হৃদয়।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) শানাকার অফ স্টাম্পের বাইরের বল টেনে খেলতে গিয়ে লাইন মিস করেছেন। তাতে বল আঘাত হানে হৃদয়ের প্যাডে। আম্পায়ার শুরুতে আউট না দিলেও রিভিও নেন শানাকা। এতে সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হন আম্পায়ার। শুরু থেকেই মন্থর ব্যাটিং করা হৃদয় শেষ পর্যন্ত সাজঘরে ফিরেছেন ৪১ বলে ২০ রান করে।

এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আজ এশিয়া কাপ জয়ের মিশন শুরু করেছে বাংলাদেশ। এ ম্যাচে আজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। এ ম্যাচ দিয়েই আজ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে তানজীদ তামিমের।

তবে টাইগারদের হয়ে নিজের অভিষেক ম্যাচেই হতাশ করেছেন তিনি। ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে মাহেশ থিকসানার বলে আউট হয়ে সাজঘরে ফিরে গেছেন তিনি। দলীয় ৪ রানে প্রথম উইকেটের পতন ঘটেছে বাংলাদেশের।

ম্যাচের দ্বিতীয় ওভারেই বল হাতে আক্রমণে আসেন থিকসানা। লঙ্কান এ অফ স্পিনারের দ্বিতীয় বলেই লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে সাজঘরে ফিরতে হয় অভিষিক্ত তামিমকে। তামিমের ফেরার পর দ্বিতীয় উইকেট জুটিতে দলের হাল ধরার চেষ্টায় ছিলেন নাজমুল শান্ত এবং নাইম শেখ। তবে ধনঞ্জায়া ডি সিলভার বলে ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে ফিরে গেছেন নাইম। দলীয় ২৫ রানে বাংলাদেশের দ্বিতীয় উইকেটের পতন ঘটেছে।

পরে মাঠে নামেন অধিনায়ক সাকিব আল হাসান। তবে তিনিও করেছেন হতাশ। ১১ তম ওভারে মাথিশা পাথিরানার বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ হয়ে সাজঘরে ফিরেছেন তিনি। ১১ বল খেলে ৫ রান করেছেন তিনি। দলীয় ২৫ রানেই দুই ওপেনারকে হারানোর পর অধিনায়ক সাকিবও ফিরেছিলেন দলকে বিপদে রেখেই। তার বিদায়ে ৩৬ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। তবে শান্ত-হহৃদয়ের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। চতুর্থ উইকেট জুটিতে এ দুজন মিলে গড়েছেন ৫০ রানের জুটি। হৃদয় কোনো বাউন্ডারি ছাড়াই করেছেন ৩৯ বলে ১৮ রান, অপরদিকে শান্ত করেছেন ৬২ বলে ৪৫ রান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App