×

খেলা

চুমুকাণ্ড: ছেলেকে অপসারণে মায়ের অনশন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৩, ০৭:৫৯ পিএম

চুমুকাণ্ড: ছেলেকে অপসারণে মায়ের অনশন

ছবি: সংগৃহীত

স্পেন ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেসের মা এবার আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন। তার দাবি, তার ছেলেকে অমানবিকভাবে আঘাত করা হচ্ছে।

বিশ্বকাপের শিরোপা উদযাপনের সময় রুবিয়ালেস স্পেন নারী দলের ফরোয়ার্ড জেনি হারমোসোর ঠোঁটে চুমু দেন। এই ঘটনায় জেনি নিজেই প্রতিবাদ জানান। তিনি দাবি, করেন এই চুমুতে তার কোনো সম্মতি ছিল না ও এই ঘটনায় তিনি বিব্রত।

ঘটনার জেরে ক্ষমা চাইলেও ফুটবল ফেডারেশনের সভাপতি রুবিয়ালেস জানান, তার এই চুমুর পেছনে কোনো বাজে উদ্দেশ্য ছিল না। তিনি এই চুুমুকাণ্ডের জেরে পদত্যাগ করতেও অস্বীকৃতি জানান।

অপরদিকে, রুবিয়ালেস ক্ষমা না চাইলে স্পেনের হয়ে না খেলার ঘোষণা দেন দেশটির নারী ফুটবলাররা। এর মাঝেই তিন মাসের জন্য রুবিয়ালেসকে বহিষ্কার করেছে ফিফা।

জটিল এই পরিস্থিতির ঘূর্ণাবর্তে রুবিয়ালেসের মা অ্যাঞ্জেলেস বেজার অনশনের ঘোষণা দিয়েছেন। তিনি মন্ট্রিলের একটি গির্জায় অবস্থান নিয়েছেন। তিনি অনির্দিষ্ট কাল এই অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তার দাবি, রুবিয়ালেসের প্রতি অমানবিক অত্যাচার করা হচ্ছে, কোনোভাবেই এই আচরণ তার প্রাপ্য নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App