×

খেলা

মিরপুরে শুরু হচ্ছে এশিয়া কাপের অনুশীলন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৩, ১১:২১ এএম

মিরপুরে শুরু হচ্ছে এশিয়া কাপের অনুশীলন

সাংবাদিকদের প্রবেশ নিষেধ

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রবিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ দলের এশিয়া কাপ প্রস্তুতির অনুশীলন, চলবে ২৫ আগস্ট পর্যন্ত।

এর মধ্যে তিন দিনের বিশ্রাম পাবেন এশিয়া কাপের দলে থাকা ক্রিকেটাররা। তবে এর মধ্যে চার দিন ক্রিকেটারদের এই অনুশীলন কাভার করতে পারবে না কোনো সংবাদমাধ্যম।

শনিবার (১২ আগস্ট) বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- ১৩, ১৪, ১৬ ও ১৭ আগস্ট বাংলাদেশ দলের অনুশীলন দেখতে কোনো সংবাদমাধ্যম মাঠে প্রবেশ করতে পারবে না।

এই ক’দিন ফটোসাংবাদিক ও ক্যামেরাপারসনরা ১৫ মিনিটের জন্য বাংলাদেশ দলের অনুশীলনের ছবি আর ভিডিও নিতে পারবেন।

এই কয় দিন মিরপুর স্টেডিয়ামের মিডিয়া সেন্টার ও লাউঞ্জ বন্ধ থাকবে। জাতীয় দলের প্রস্তুতির স্বার্থে সংবাদমাধ্যমকে নিয়ম মানার অনুরোধ জানিয়েছে বিসিবি।

শ্রীলংকা ও পাকিস্তানে হতে যাওয়া এশিয়া কাপ শুরু ৩০ আগস্ট। বাংলাদেশ দল ২৬ আগস্ট শ্রীলংকার বিমান ধরবে। গ্রুপপর্বে বাংলাদেশ দুটি ম্যাচ খেলবে দুই দেশে। শ্রীলংকার বিপক্ষে ক্যান্ডিতে খেলার পর লাহোরে হবে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App