×

খেলা

মাহমুদুল্লাহকে দলে না নেয়ার কারণ জানালেন নান্নু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৩, ১১:৪৬ এএম

মাহমুদুল্লাহকে দলে না নেয়ার কারণ জানালেন নান্নু
এশিয়া কাপের জন্য ঘোষণা করা হয়েছে ১৭ সদস্যের বাংলাদেশ দল। শনিবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সাকিবের নেতৃত্বেই দল ঘোষণা করেন-প্রধান নির্বাচন মিনহাজুল আবেদীন নান্নু। এই দলে একমাত্র নতুন মুখ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ওপেনার তানজিদ হাসান তামিম। ঘোষিত দলে জায়গা হয়নি মাহমুদুল্লাহ রিয়াদের। রিয়াদকে কেন দলে রাখা হয়নি এমন প্রশ্নে প্রধান নির্বাচক নান্নু বলেন, ‘মাহমদুল্লাহ রিয়াদের ব্যাপারে সবার সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোচ এবং অধিনায়কের সঙ্গে কথা বলা হয়েছে। সাত-আট নম্বর পজিশনে একজন অতিরিক্ত স্পিনার বা অলরাউন্ডার নিয়ে খেলা, সেই বিবেচনা থেকেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ ৩৭ বছর বয়সী রিয়াদ সাত নম্বর পজিশনে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারদের একজন। দেশের হয়ে গত মার্চে সবশেষ ইংল্যান্ড সিরিজের সময় মাঠে নেমেছিলেন তিনি। এরপর বিশ্রামের কথা বলে তাকে বাদ দেয়া হয়। এদিকে, সৌম্য সরকারকে দলে রাখতে আগ্রহী ছিলেন- কোচ চন্ডিকা হাথুরুসিংহে। অফ ফর্ম সত্ত্বেও নিজেকে প্রমাণ করার জন্য সৌম্যকে বেশ সুযোগ দেয়া হয়েছিলো। খেলানো হয়েছিলো ইমার্জিং এশিয়া কাপেও। এরপর কন্ডিশনিং ক্যাম্পের জন্য প্রাথমিক দলেও সুযোগ দেয়া হয়েছিলো তাকে। শেষ পর্যন্ত নিজেকে আর প্রমাণ করতে পারেননি তিনি। এশিয়া কাপের বাংলাদেশ দল সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হাসান শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মাহেদী, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, নাঈম শেখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App