×

খেলা

বাংলাদেশের বিপক্ষে খেলবেন না উইলিয়ামসন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৩, ১০:১৬ এএম

বাংলাদেশের বিপক্ষে খেলবেন না উইলিয়ামসন

আসন্ন ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে আগামী মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। এই সিরিজে খেলবেন না কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। ইনজুরির কারণে বিশ্বকাপে খেলা না খেলা নিয়ে শঙ্কায় থাকা উইলিয়ামসন বিশ্বকাপের আগে ঝুঁকি নিতে চাননি। তাই বাংলাদেশ সিরিজে ফেরার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক।

সর্বশেষ আইপিএলে লিগামেন্টের চোটে পড়ে লম্বা সময়ের জন্য খেলার মাঠের বাইরে ছিটকে যান তিনি। বিশ্বকাপে খেলতে পারবেন কিনা এমন নিশ্চয়তা নেই। তবে, গতবারের টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে খেলার আশা ছাড়েননি এখনো। স¤প্রতি নেটে ব্যাটিং করা শুরু করেছেন তিনি। এরপরই বিশ্বকাপে তার খেলার বিষয়টি আলোচনায় এসেছে আবারও। আপাতত এখন ব্যক্তিগত অনুশীলন করছেন। তবে, এখনো নেটে বোলারদের মুখোমুখি হননি তিনি। চলতি মাসের শেষ দিকে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দলে যোগ দেওয়ার কথা রয়েছে কিউই অধিনায়কের। দলের সাথেই চলবে তার পুনর্বাসনপ্রক্রিয়া।

আগামী ৫ অক্টোবর শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে সেপ্টেম্বরে তিন ম্যাচের একটি ওডিয়াই সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা আছে নিউজিল্যান্ডের। গতকাল মাউন্ট মঙ্গানুইতে সাংবাদিকদের মুখোমুখি হন উইলিয়ামসন। তিনি বলেন, ‘ পূনবার্সনের ব্যাপারটা সোজা নয়। সবার আগে সেরে বিষয়টি গুরুত্ব পাচ্ছে। অনেক কিছু পর্যবেক্ষণ করতে হবে। সবকিছু বিবেচনায় বাংলাদেশের বিপক্ষে সিরিজটি বেশ তাড়াহুড়া হয়ে যায়।’

অবশ্য নিজের উন্নতিতে খুশি উইলিয়ামনসন। তিনি বলেন, ‘আপাতত কিছু মুভমেন্ট বাড়ানোর চেষ্টা করছি। সেগুলোর তীব্রতা বাড়িয়ে আরও ভালো করার চেষ্টা করছি। উন্নতি হচ্ছে ভালোভাবেই। আশা করি, খুব বেশি দূরে নয় এসব।’

তবে, বিশ্বকাপে খেলা নিয়ে সরাসরি কিছু বলেননি গতবারের সেরা খেলোয়াড়। তিনি বলেন, ‘বিশ্বকাপে খেলা সব সময়ই বিশেষ কিছু। তবে কবে ফেরার দিন আসবে, এখন সেটি বললে আসলে অনুমান করা হবে শুধু। এখনো অনেক কাজ বাকি। নিউ জিল্যান্ড ক্রিকেট, সাপোর্ট স্টাফ ও পেশাদার ফিজিও যেভাবে বলছেন আমি সেটা ফলো করে সেভাবেই আগাচ্ছি।

মার্চে যখন ইনজুরিতে পড়ার পরে বিশ্বকাপে খেলা নিয়ে কি ভেবেছিলেন এমন প্রশ্নের জবাবে উইলিয়ামসন বলেন, ‘অবশ্যই ভেবেছিলাম সম্ভাবনা খুবই ক্ষীণ। এখনও সম্ভাবনা ক্ষীণ। আসলে সত্যি বলতে আমার বিশ্বকাপে খেলাটা এখন কঠিন একটা লক্ষ্য। তবে বিশ্বকাপে খেলবো এই বিষয়টা মানসিকভাবে আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করে। আমি নিজেকে প্রস্তুত করতে আরও বেশি কঠোর পরিশ্রম করার রসদ পাই।’

গত মার্চে চোট পাওয়ার পর থেকেই বিশ্বকাপে খেলা অনিশ্চয়তায় পড়ে উইলিয়ামসনের। আপাতত ইংল্যান্ডের দলের সঙ্গে যোগ দেওয়ার অপেক্ষা তিনি। চলতি মাসের ২৫ ও ২৭ তারিখ দুটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলার পর ৩০ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। ইংল্যান্ডের মাটিতে ৮ থেকে ১৫ সেপ্টেম্বর ওয়ানডে সিরিজ খেলবে কিউইরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App