×

খেলা

ক্রিকেট ছাড়ার ইঙ্গিত রুমানার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৩, ০৯:৫৫ এএম

ক্রিকেট ছাড়ার ইঙ্গিত রুমানার
সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেয়ার ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক রুমানা আহমেদ। এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে তিনি ক্রিকেট ছাড়ার আভাস দিয়েছেন। ফেসবুকে রুমানা লেখেন-‘নো মোর ক্রিকেট’, অর্থাৎ ‘আর ক্রিকেট নয়’। সঙ্গে কয়েকটি ‘ডট’ জুড়ে দিয়ে যেন বোঝাতে চাইলেন, এই স্ট্যাটাসের বাইরেও রয়েছে আরও না বলা কথা। তবে সেই না বলা কথাগুলো কী, তা আর জানাননি জাতীয় দলের সাবেক অধিনায়ক। তিনি গণমাধ্যমকে বলেন, আপাতত স্ট‍্যাটাস নিয়ে কোনো কথা বলতে চাই না। শিগগির এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। গত এপ্রিলে শ্রীলঙ্কা সফর থেকে জাতীয় দলের বাইরে রুমানা। ওই সফরে বাইরে রাখা হয় সালমা খাতুনকেও। তখনকার নির্বাচক মঞ্জুরুল ইসলাম জানান, আপাতত বিশ্রাম দেয়া হয়েছে দুই অভিজ্ঞ অলরাউন্ডারকে। তবে সে সময় এক প্রতিক্রিয়ায় রুমানা বলেন, বাদ পড়েছেন বলেই ধরে নিচ্ছেন তিনি। পরের সিরিজে স্বয়ংক্রিয়ভাবেই ফেরেন সালমা। কিন্তু রুমানাকে বাইরেই রাখা হয়। ফলে শ্রীলঙ্কার পর ঘরের মাঠে ভারতের বিপক্ষেও খেলা হয়নি রুমানার। ওই দুই সিরিজের দল থেকে বাদ দেয়া হয় আরেক অভিজ্ঞ জাহানারা আলামকেও। ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের নিউ জিল্যান্ডের বিপক্ষে সবশেষ বাংলাদেশের হয়ে মাঠে নামেন রুমানা। ওই আসরেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একাদশ থেকে জায়গা হারান ৩২ বছর বয়সী অলরাউন্ডার। শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফেরার পর বদলেছে নারী দলের নির্বাচক। সাজ্জাদ আহমেদ শিপন ও সজল আহমেদ চৌধুরির নির্বাচক প্যানেল ঘোষণা করে ভারত সিরিজের দল। এতে রুমানা ও জাহানারার না থাকার কোনো ব্যাখ্যা দেননি নতুন নির্বাচকরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App