×

খেলা

তামিমের অধিনায়কত্ব ছাড়ার ঘটনা বড় ধাক্কা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩, ১১:৩০ পিএম

তামিমের অধিনায়কত্ব ছাড়ার ঘটনা বড় ধাক্কা

ছবি: সংগৃহীত

তামিমের অধিনায়কত্ব ছাড়ার ঘটনা বাংলাদেশ দলের জন্য বড় ধাক্কা বলে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বৃহস্পতিবার (৩ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে গুলশানে বিসিবি সভাপতির বাসভবনে বিশেষ বৈঠক শেষে তামিম ইকবাল নিজেই বাংলাদেশের জাতীয় দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন।

এর আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের গুলশানের বাসায় দুই পক্ষের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে তামিম ও পাপন ছাড়াও উপস্থিত ছিলেন বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।

তামিমের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণায় পাপন বলেন, এটা আমাদের জন্য একটা বড় ধাক্কা। ও সুস্থ হয়ে ফিরে আসুক। এটাই চাই। এশিয়া কাপ খেলতে গিয়ে তার ইনজুরি বেড়ে গেলে সেটা আরো বেশি ক্ষতি। আমরা তাকে বিশ্বকাপে দেখতে চাই।

বিশ্বকাপে খেললেও অধিনায়কত্ব করবেন না তামিম। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ বিষয়ে তিনি বলেন, এখানে সবাই ক্যাপ্টেন। মানে আমি ক্যাপ্টেন না থাকলেও যিনি ক্যাপ্টেন থাকবেন তাকে আমার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করবো।

গত মাসে নাটকীয়ভাবে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সেই সিদ্ধান্ত থেকে ফিরে আসেন। তবে দেড় মাসের জন্য ছুটিতে যান তিনি। কথা ছিল, ছুটি থেকে ফিরে এশিয়া কাপে অংশ নেবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App