×

খেলা

ওয়ানডে অধিনায়কত্ব ছাড়লেন তামিম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩, ০৯:২০ পিএম

ওয়ানডে অধিনায়কত্ব ছাড়লেন তামিম

তামিম ইকবাল। ফাইল ছবি

ওয়ানডে অধিনায়কত্ব ছাড়লেন তামিম

তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

ওয়ানডে ক্রিকেটে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সন্ধ্যায় বিসিবি সভাপতির সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। এসময় তিনি বলেন, দলের স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছেন।

এছাড়া, বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, এবার এশিয়া কাপে থাকছেন না তামিম ইকবাল।

ইনজুরির কারণে প্রায়ই ম্যাচ মিস করেন তামিম। বিষয়টি বিবেচনায় নিয়েই অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেখেন, পাপন ভাই আর জালাল ভাইয়ের সঙ্গে মিটিংয়ে আমি এ কথাটাই বলেছি। আমার পক্ষে ওয়ানডের অধিনায়ক না থাকাটাই হবে ভালো সিদ্ধান্ত।

ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার পাশাপাশি বৈঠক শেষে অপর একটি গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। এশিয়া কাপে তামিম ইকবালের খেলা নিয়ে শঙ্কা ছিল। শেষ পর্যন্ত সেই শঙ্কাই সত্যি হলো। পাকিস্তান ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য আসরে খেলতে পারবেন না ড্যাশিং এই ওপেনার।বিষয়টি জালাল ইউনুস চৌধুরী নিশ্চিত করেছেন।

এশিয়া কাপে না খেললেও ওয়ানডে বিশ্বকাপে ঠিকই দেখা যাবে তামিমকে। সাম্প্রতিক সময়ে চোটে ভুগলেও টিম ম্যানেজমেন্ট আশা করছে, তামিম বিশ্বকাপের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App