×

খেলা

চীনের জালে ইংল্যান্ডের হাফ ডজন গোল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৩, ০৯:২১ পিএম

চীনের জালে ইংল্যান্ডের হাফ ডজন গোল

অ্যাডিলেডের হিন্দমার্শ স্টেডিয়ামে মঙ্গলবার চীনকে ৬-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ইংল্যান্ড

চীনের জালে ইংল্যান্ডের হাফ ডজন গোল

চীনের জালে বল পাঠিয়ে আনন্দে মাতোয়ারা লরেন জেমসকে অভিনন্দন জানাতে ছুটে যান অ্যালেক্স গ্লিনউড

নারী বিশ্বকাপের এবারের আসরের গ্রুপপর্বের শেষ মঙ্গলবার ( ১ আগস্ট) এশিয়ার দেশ চীনকে ৬-১ গোলে উড়িয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ইংল্যান্ড। ‘ডি গ্রপের ম্যাচে টানা তিনজয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে গেল থ্রি লায়নেসরা। অপরদিকে হাইতিকে ১-০ গোলে হারিয়ে রানার্স আপ হয়ে পরের রাউন্ডে পৌঁছেছে ডেনমার্ক। অ্যাডিলেডের হিন্দমার্শ স্টেডিয়ামে ইউরোপিয়ান পরাশক্তি ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামে চীনের মেয়েরা। ম্যাচের শুরু থেকেই নিজেদের প্রভাব বিস্তার করে খেলতে থাকা থ্রি লায়ন্সরা ম্যাচের ৪ মিনিটেই এগিয়ে যায়। জেমসের এসিস্টে গোল করেন এলেসিয়া রুশো। এরপর ম্যাচের ২৬ মিনিটের মাথায় জেমসেরই অসাধারণ পাসে ব্যবধান দ্বিগুণ করেন হেম্প। বিরতির আগে ম্যাচের ৪১ মিনিটের মাথায় এবার গ্রিনউডের থ্রু পাসে গোল করেন জেমস নিজেই। ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ইংল্যান্ড। বিরতির পরও আক্রমনের ধার বজায় রাখে তারা। [caption id="attachment_452633" align="aligncenter" width="700"] চীনের জালে বল পাঠিয়ে আনন্দে মাতোয়ারা লরেন জেমসকে অভিনন্দন জানাতে ছুটে যান অ্যালেক্স গ্লিনউড[/caption] এদিকে ৫৭ মিনিটের মাথায় চীন পেনাল্টিতে গোল শোধ করলেও ম্যাচ ফিরের আসার কোন সুযোগই পায়নি তারা। এরপর ৬৫ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন জেমস। এরপর নিজের এসিস্টের হ্যাটট্রিক পুরণ করেন ৭৭ মিনিটের মাথায় কেলিকে দিয়ে গোল করিয়ে। ৮৪ মিনিটের মাথায় চীনের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ডালি। ৬-১ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশরা। হারের ফলে বিদায় নিশ্চিত হয়ে যায় চীনের মেয়েদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App