×

খেলা

সবার আগে টাইগারদের ফিটনেস পরীক্ষা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৩, ০৭:৪৯ পিএম

সবার আগে টাইগারদের ফিটনেস পরীক্ষা

আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে টাইগারদের ফিটনেস ক্যাম্প শুরু হচ্ছে আগামীকাল

আসন্ন এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের ফিটনেস ক্যাম্প শুরু হচ্ছে আগামীকাল সোমবার (৩১ জুলাই)। প্রাথমিকভাবে ৩২ জনকে নিয়ে শুরু হওয়া ক্যাম্প থেকে বাছাই করে নিয়ে আগামি ৮ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপের মূল অনুশীলন। তবে ক্যাম্প শুরু হয়ে গেলেও ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে দেশের বাইরে থাকায় অবশ্য প্রথম থেকেই যোগ দিতে পারছেন না দলের বেশ কয়েকজন খেলোয়াড়। এদিকে কানাডায় গ্লোবাল টি-টোয়োন্টি লিগে গতকাল লিটনের দল সারে জাগুয়ার্সের হয়ে ডাক পেয়েছেন তরুন অলরাউন্ডার আফিফ হোসেনও।

এশিয়া কাপের দল ও প্রস্তুতি নিয়ে আলোচনায় বসেছিলেন বিসিবির তিন নির্বাচক। নান্নু ছাড়াও বৈঠকে ছিলেন হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাক। এরপরই বাংলাদেশের এশিয়া কাপের প্রস্তুতি নিয়ে কথা বলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। ক্যাম্পের শুরুর দিকে মূলত ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কাজ হবে। এরপর শুরু হবে স্কিল ক্যাম্প। প্রধান নির্বাচক নান্নু বলেন, ‘আমাদের ফিটনেস ক্যাম্প শুরু হচ্ছে। ৩ তারিখে ইয়ো ইয়ো টেস্ট আছে। আমরা দেখতে চাচ্ছি খেলোয়াড়দের ফিটনেস লেভেলটা কোন পর্যায়ে আছে। আমরা ৩২ জন খেলোয়াড় তৈরি করেছি, ওরা ইয়ো ইয়ো টেস্ট করে যাবে। তারপর স্কিল শুরু হবে ৮ তারিখে।’

ক্যাম্পের মাঝে এশিয়া কাপের জন্য ২১-২২ জনের দল দেবে বোর্ড। তাদের নিয়ে মূলত শুরু হবে স্কিল ক্যাম্প। ক্রিকেটারদের ফিটনেস নিয়ে নান্নু বলেন, ‘স্ট্যান্ডার্ডটা (ফিটনেস) তো দেখতে হবে। অনেকদিন হয়েছে প্রথম শ্রেণি, প্রিমিয়ার লিগ শেষ করেছে। অনেক লম্বা বিরতি। কেউ কেউ ইমার্জিং শেষ করেছে, কেউ টাইগার্স ক্যাম্পে ছিল। আমরা একটু দেখতে চাচ্ছি কে কোথায় আছে।’

এই ক্যাম্পে অধিনায়ক তামিম ইকবালের ফিটনেসও যাচাই করার কথা জানিয়েছেন প্রধান নির্বাচক ‘মেডিকেল থেকে আমরা এখনো কোন আপডেট পাইনি। আমরা দল তৈরি করার আগে আশা করছি একটা রিপোর্ট পাব। আশা করছি অবশ্যই সুস্থ হয়ে ফিরে আসবে দ্রুত।

নানা জল্পনা-কল্পনার পর আগামি মাসেই হাইব্রিড মডেলে শুরু হতে চলেছে এবারের আসরের এশিয়া কাপ। এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর শেষ হওয়ার আড়াই সপ্তাহের মধ্যে ভারতের মাটিতে মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ। বিশ্ব আসরে দৃষ্টি রেখে আর এশিয়া কাপের জন্য নিজেদের প্রস্তুত করার অভিযান শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশ দলের। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষে দুই সপ্তাহ বিরতি কাটিয়েছেন টাইগাররা। এর মাঝে ছিল না কোন ঘরোয়া টুর্নামেন্টেনর ম্যাচও। তবে বিভিন্ন বিদেশি লিগে ব্যস্ত সময় কাটাচ্ছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, লিটন দাসরা। তাদেরকে রেখেই আগামীকাল শুরু হচ্ছে ক্রিকেটারদের প্রস্তুতি পর্ব। বেশ কয়েকদিন ধরে মাঠের বাইরে থাকায় সবার শারীরিক অবস্থা পরখ করে নিতেই শুরুতে হচ্ছে ফিটনেস ট্রেনিং। সেখান থেকে কিছু ক্রিকেটার কমিয়ে এশিয়া কাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করবেন নির্বাচকরা।

আগামীকাল থেকে শুরু হওয়া ফিটনেস ক্যাম্পে থাকছেন না জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টির পর লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে যাবেন দেশের বাইরে সাকিব আল হাসান। ইতিমধ্যে শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়াল দিয়েছেন তাওহিদ হৃদয় ও শরিফুল ইসলামও। পুরো টুর্নামেন্ট খেলার ছুটি পাওয়ায় স্কিল ক্যাম্পেও তাদের থাকার সম্ভাবনা প্রায় শুন্য। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টির কারণে শুরুতে পাওয়া যাবে না লিটন দাস ও আফিফ হোসেনকেও। আগামী ৬ আগস্ট এই টুর্নামেন্ট শেষ করে তারা যোগ দেবেন স্কিল ক্যাম্পে। এছাড়া জিম আফ্রো টি-টেন লিগ শেষ হয়ে গেলেও সরাসরি স্কিল ক্যাম্পেই যোগ দেয়ার কথা মুশফিক ও তাসকিনের। ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত সময় কাটানো ক্রিকেটাররা খেলার মধ্যেই থাকায় তাদের জন্য ফিটনেস ক্যাম্প করা জরুরি নয় বলে মনে করেন মিনহাজুল আবেদীন।

এদিকে ইংল্যান্ডে ইনজেকশন নিয়ে আজ রাতে দেশের পথে রওনা হওয়ার কথা তামিম ইকবালের। আপাতত এক সপ্তাহ থেকে ১০ দিনের মতো পুরোপুরি বিশ্রামে থাকতে হবে তাকে। এরপর তিনি শুরু করবেন তার পূর্নবাসন প্রক্রিয়া। তবে মিনহাজুল আবেদীন নান্নু আশাবাদী, দ্রত সুস্থ হয়ে আবারো মাঠে ফিরবেন তামিম। এছাড়া কোচিং প্যানেলের সবাইকেও ক্যাম্পের শুরু থেকে পাওয়া যাবে না বলে জানান ক্রিকেট অপারেশন্স কমিটির ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফীস। তবে ফিটনেস ক্যাম্পে থাকছেন ট্রেনার নিক লি। নাফীস জানান, ‘আমাদের কোচিং প্যানেলে চন্দিকা হাথুরুসিংহেসহ স্কিল কোচ যারা আছেন, তারা সবাই ৮ তারিখের মধ্যে চলে আসবেন। অর্থাৎ স্কিল ক্যাম্পের শুরুতেই দলের সাথে যোগ দিবেন। আগে যেহেতু ফিটনেস ক্যাম্প, সেজেন্য শুরু থেকেই পাওয়া যাবে টাইগারদের ফিটনেস কোচদের।’

আগামী ৩০ আগস্ট থেকে এশিয়া কাপ মাঠে গড়ালেও টাইগারদের ম্যাচ পরের দিন দুপুরে, শ্রীলঙ্কার বিপক্ষে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App