×

খেলা

মুশফিকের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন ডারবান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৩, ০৯:৩৭ এএম

মুশফিকের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন ডারবান
জিম-আফ্রো টি-টেনের ফাইনালে মুশফিকুর রহিমকে একাদশে রাখেনি তার দল জোবার্গ বাফেলোস। শেষ পর্যন্ত টুর্নামেন্টের প্রথম আসরে ইতিহাস গড়তে পারেনি তারা। জোবার্গকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ডারবান কালান্দার্স। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের মালিকের দল এই ডারবান কালান্দার্স। ট্রফির লড়াইয়ে মুশফিকদের দলকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে ডারবান। এর আগে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে জোবার্গ বাফেলোস। তারা নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১২৭ রান সংগ্রহ করে। ওপেন করতে নেমে ক্যাপ্টেন মহম্মদ হাফিজ ১৩ বলে ৩২ রানের আগ্রাসী ইনিংস খেলেন। তিনি ৪টি চার ও ২টি ছক্কা মারেন। অপর ওপেনার টম ব্যান্টন ১৭ বলে ৩৬ রান করে মাঠ ছাড়েন। তিনি ২টি চার ও ৩টি ছক্কা মারেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে উইল স্মিড ৩ বলে ৫ রান করে ক্রিজ ছাড়েন। তিনি ১টি চার মারেন। চার নম্বরে ব্যাট করতে নেমে ইউসুফ পাঠান ১৪ বলে ২৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তিনি ৫টি চার মারেন। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে রবি বোপারা ১০ বলে ২২ রান করে অপরাজিত থাকেন। তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন। ওয়েসলি মাধেভেরে ৩ বলে ২ রান করে নট-আউট থাকেন। ডারবানের হয়ে ১টি করে উইকেট দখল করেন তৈয়ব আব্বাস, জর্জ লিন্ডে, ব্র্যাড ইভান্স ও আজমতউল্লাহ ওমরজাই। উইকেট পাননি চাতারা। জবাবে ব্যাট করতে নেমে ডারবান কালান্দার্স ৯.২ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১২৯ রান তুলে ম্যাচ জিতে যায়। ৪ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জিতে চ্যাম্পিয়নের ট্রফি হাতে তোলে ক্রেগ আরভাইনের নেতৃত্বাধীন ডারবান কালান্দার্স। হজরতউল্লাহ জাজাই ১টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২২ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন। টিম সেফার্ত ১৪ বলে ৩০ রান করে আউট হন। তিনি ২টি চার ও ৩টি ছক্কা মারেন। আন্দ্রে ফ্লেচার ১১ বলে ২৯ রান করেন। তিনি ৩টি চার ও ২টি ছক্কামারেন। চার নম্বরে ব্যাট করতে নেমে আসিফ আলি ২টি ছক্কার সাহায্যে ৯ বলে ২১ রান করে অপরাজিত থাকেন। জোবার্গ বাফেলোসের হয়ে একাই দুইটি উইকেট নেন উসমান শিনওয়ারি। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন হজরতউল্লাহ। সাকুল্যে ২৭১ রান সংগ্রহ করে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হন টিম সেফার্ত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App