×

খেলা

পড়াশোনা চালিয়ে যাবেন মারুফা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৩, ০৮:৪৬ এএম

পড়াশোনা চালিয়ে যাবেন মারুফা

টাইগ্রেস পেসার মারুফা আক্তার। ছবি: সংগৃহীত

বিকেএসপি থেকে মানবিক বিভাগে এসএসসি পরীক্ষায় ৪.০৬ পেয়ে উত্তীর্ণ হয়েছেন টাইগ্রেস পেসার মারুফা আক্তার।খেলাধুলার পাশাপাশি পাড়াশোনাও চালিয়ে যাবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি।

ভারত নারী দলের বিপক্ষে সদ্যসমাপ্ত ওয়ানডে সিরিজে দুর্দান্ত বোলিংয়ে সবার নজর কেড়েছেন মারুফা আক্তার। মাঠের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর এসএসসি পরীক্ষার ফল প্রকাশের আগের রাতে চিন্তিত ছিলেন এই পেসার।

দুশ্চিন্তা নিয়ে রাতে ঘুমাতে গিয়েছিলেন তিনি। কাল নিজের ফল দেখার পর ঈদের মতো আনন্দে কাটছে মারুফার সময়। পরিবারের সঙ্গে আনন্দঘন সময় পার করছেন তিনি।

গ্রামের বাড়ি নীলফামারীতে ছুটি কাটাচ্ছেন মারুফা। সেখানেই ফলাফলের অপেক্ষায় ছিলেন। ফল পেয়ে দারুণ খুশি মারুফা বলেন, ‘অনেক খুশি লাগছে। আগের রাত থেকে কিছুটা দুশ্চিন্তায় ছিলাম। এত ভালো ফল হবে ভাবতে পারিনি। বাবা-মা, আত্মীয়স্বজন সবাই দারুণ খুশি আমার ফলাফলে।’

তিনি বলেন, ‘ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকার কারণে খুব বেশি পড়াশোনা করতে পারিনি। এই ফলের জন্য আমার শিক্ষকদের বিশেষ ধন্যবাদ জানাচ্ছি।’

এদিকে বিকালের দিকে মারুফার বাবা মিষ্টি কিনতে বাজারে গিয়েছিলেন। সেই মিষ্টি গ্রামে আশপাশের মানুষদের খাইয়েছেন।

মারুফা বলেন, ‘পড়াশোনা চালিয়ে যাব। হয়তো খুব ভালোভাবে পড়তে পারব না। কিন্তু যতটুকু পারি ক্রিকেট খেলার পাশাপাশি পড়াশোনাও ভালোভাবে চালিয়ে যাওয়ার চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন।’

মারুফার উঠে আসার পথ মোটেই সহজ ছিল না। বাবার সঙ্গে কৃষি কাজ করেছেন। একই সময়ে তিনি আবার জাতীয় ক্রিকেট লিগেও খেলেছেন। দারিদ্র্যের সঙ্গে লড়াই করা এই প্রতিভাময়ী সুযোগ পেয়েই খেলাধুলার পাশাপাশি এখন পড়াশোনায়ও সম্ভাবনার দীপ জ্বালিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App