×

খেলা

এমবাপ্পেহীন পিএসজিকে রুখে দিল রোনালদোর আল নাসর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৩, ০৭:৪৪ পিএম

এমবাপ্পেহীন পিএসজিকে রুখে দিল রোনালদোর আল নাসর

পিএসজির তিন খেলোয়াড়ের মাঝ দিয়ে বল নিয়ে ছুটার চেষ্টায় আল নাসরের রোনালদো। ছবি: সংগৃহীত

চুক্তি নবায়ন নিয়ে নানা নাটকীয়তায় কিলিয়ান এমবাপ্পেকে এশিয়া সফরের দলে রাখেনি পিএসজি। প্রাক মৌসুম প্রস্ততির শুরুটা ভালো হলেও দ্বিতীয় ম্যাচে হোঁচট খেয়েছে তারা। মঙ্গলবার ( ২৬ জুলাই) সৌদি আরবের ক্লাব আল নাসরের সঙ্গে গোলশূন্য ড্র করেছে এমবাপ্পেহীন দলটি। অপরদিকে সৌদি ক্লাব আল হিলালের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এমবাপ্পে। মঙ্গলবার জাপানের নাগাই স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ম্যাচটিতে পর্তুগিজ তারকা রোনালদো থাকলেও ছিলেন না পিএসজির দুই তারকা কিলিয়ান এমবাপ্পে ও নেইমার জুনিয়র। ইনজুরি কাটিয়ে পুরোপুরি ফিট না হওয়ায় মাঠে নামা হয়নি নেইমারের। আর এমবাপ্পে ছিলেন না চুক্তি না করার নাটকীয়তায়। খেলায় আধিপত্য ধরে রাখলেও গোলের খাতা খুলতে পারেনি পিএসজি। ৬৫ শতাংশ সময় বল দখলে রেখে ১৩টি শট নেয় প্যারিসিয়ানরা। যার মধ্যে ৭টিই ছিল গোলমুখে। যদিও সাফল্যের মুখ দেখেনি তারা। বিপরীতে আল নাসরের নেয়া ৯ শটের ৩টি ছিল গোলমুখে। তারাও বল জালে জড়াতে ব্যর্থ হয়। ম্যাচের ১৬ মিনিটেই দলকে এগিয়ে নেয়ার সুযোগ পেয়েছিলেন রোনালদো। তার নেয়া হেড ঠিকঠাক জালে পৌছায়নি। এরপর ম্যাচের ২২ মিনিটে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন পিএসজির ফরোয়ার্ড নোহা লেমিনা। ২৯ মিনিটে ডি-বক্স থেকে নেয়া রোনালদোর জোরালো শট একটুর জন্য জালে জড়ায়নি। এর ১০ মিনিট পর তিনি আরও একবার হতাশ করেন আল নাসর সমর্থকদের। সতীর্থের ক্রস ছয় গজ দূরত্বে পেয়েও জালে পাঠাতে পারেননি। তার আলতো শট দক্ষ হাতে ফিরিয়ে দেন পিএসজির গোলরক্ষক জিয়ানলুইজি ডোন্নারুম্মা। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়। এরপর দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে ৩৮ বছর বয়সী রোনালদোকে তুলে নেয় আল নাসর কোচ। ম্যাচের বাকি সময় একক আধিপত্য করে পিএসজি। তবে অনেক চেষ্টা করেও তারা বল জালে পাঠাতে পারেননি। পিএসজি তাদের পরবর্তী ম্যাচ ২৮ জুলাই জাপানিজ ক্লাব সেরেজো ওসাকার বিপক্ষে। তার একদিন আগে রোনালদোরা ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে। অপরদিকে লিওনেল মেসিকে কিনতে না পেরে পিএসজির তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে কেনার জন্য ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় প্রস্তাব দিয়েছিল সৌদি আরবের ক্লাব আল হিলাল। পিএসজির কাছে ১.১ বিলিয়ন ডলারের আনুষ্ঠানিক প্রস্তাব দেয় তারা। পিএসজিও এতবড় ট্রান্সফার ফি মিস করতে রাজি নয়। তারা প্রস্তাবটি গ্রহণ করে নিয়ে আল হিলালকে অনুমতি দেয়। তবে এমবাপ্পের সঙ্গে আল হিলাল চুক্তি করার জন্য আলোচনায় বসতে পারেননি। প্রকাশিত সংবাদ দেখে আল হিলালের প্রস্তাব গ্রহণ করবেন না বলে তিনি জানিয়ে দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App