×

খেলা

টি-টেন লিগে উজ্জ্বল মুশফিক-তাসকিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৩, ১১:১০ এএম

টি-টেন লিগে উজ্জ্বল মুশফিক-তাসকিন

ছবি: সংগৃহীত

জিম্বাবুয়েতে অনুষ্ঠিত জিম-আফ্রো টি-টেন লিগে দল হারলেও নিজেদের ব্যক্তিগত পারফরম্যান্স ধরে রেখেছেন টুর্নামেন্টটিতে অংশ নেয়া দুই বাংলাদেশি ক্রিকেটার মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। গতকাল মুশফিকের দল জোবার্গ বাফেলোস হেরেছে ৭ উইকেটে। অপর ম্যাচে তাসকিনের দল বুলাওয়ে ব্রেভস হেরেছে ৮ উইকেটের বড় ব্যবধানে।

জিম্বাবুয়েতে জিম-আফ্রো টুর্নামেন্টে ডারবানের কাছে ৭ উইকেটে হেরেছে মুশফিকের দল। দল না জিতলেও ব্যাট হাতে চেষ্টা করছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক। হারারেতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজের দল জোবার্গ বাফেলোস। ব্যাটিংয়ে নেমে ইংলিশ ব্যাটসম্যান টম ব্যান্টন এক প্রান্তে ঝড় তুললেও অন্য পাশ দিয়ে চলতে থাকে ব্যাটারদের আসা যাওয়ার মিছিল। কেউই দ্রুতগতিতে রানে চাকা বাড়াতে পারেননি। ওপেনার উইল স্মিথ সাজঘরে ফেরেন মাত্র ১ রান করেই।

অধিনায়ক হাফিজ করেন ১১ রান। এছাড়া সাবেক ভারতীয় অলরাউন্ডার ইউসুফ পাঠান ৮ বল খেলে করেন মাত্র ৪ রান। শেষমেশ ব্যান্টনের ৩১ বলে অপরাজিত ৫৫ রানের ইনিংসে জোবার্গ বাফেলোস তোলে ৯৪ রান। বাফেলোসদের হয়ে অষ্টম ওভারে আউট হওয়ার আগে দ্বিতীয় সর্বোচ্চ ১২ বলে ১৯ রান করেন মুশফিক। জবাবে ব্যাট করতে নেমে আফগান ওপেনার হজরতউল্লাহ জাজাইয়ের ২৩ বলে ৪১ রানের ইনিংসে ৫ বল বাকি থাকতেই টপকে যায় ডারবান কালান্দার্স। এছাড়া পাকিস্তানি ব্যাটার আসিফ আলী বাফেলোস অধিনায়ক হাফিজের বলে মুশফিকের হাতে স্টাম্পড হওয়ার আগে ১৩ বলে করেন ২৫ রান। নিজের প্রথম ম্যাচে খেলেছিলেন ২৩ বলে ৪৬ রানের ইনিংস। সেই ম্যাচে বুলাওয়ে ব্রেভসকে হারিয়েছিল মুশফিকুর রহিমের জোবার্গ বাফেলোস। তবে এবার আর দলকে জেতাতে পারেননি মুশফিক।

মুশফিকের মতো হারের স্বাদ পেতে হয়েছে টাইগার পেসার তাসকিন আহমেদেরও। তাসকিনের দল বুলাওয়ে ব্রেভস কেপটাউনের কাছে হেরেছে ৮ উইকেটে। দিনের দ্বিতীয় ম্যাচে একই মাঠে কেপটাউনের বিপক্ষে বুলাওয়ে ব্রেভস টসে জিতে ব্যাটিংয়ের নামে। তবে বুলাওয়ের কোনো ব্যাটসম্যানই আধুনিক ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণ টি-টেনের মেজাজে ব্যাট করতে পারেননি। অধিনায়ক সিকান্দার রাজা করেছেন ১৮ বলে মাত্র ১৭ রান। দুই ওপেনার বেন ম্যকডরম্যাটের ২৭ ও কোবি হার্টের ১৮ রানের ভালো শুরুর পর রানের চাকা থেমে যায় বুলাওয়েসের।

রাজার ইনিংসের পাশাপাশি অ্যাশলে টার্র্নারও ৮ বল খেলে করেন মাত্র ৮ রান। ওয়েবস্টার করেন ৬ বলে ৬ রান। তাদের ছোট ছোট ইনিংসের ফলে বুলাওয়ের তুলতে পারে ৮৬ রান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় কেপটাউন। বল হাতে তাসকিন তাদের ভালো শুরু এনে দিয়ে প্রথম ওভারের দ্বিতীয় বলে ফেরান আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে। তবে ছোট সংগ্রহের কারণে কেপটাউনকে আটকে রাখা সম্ভব হয়নি। মারুমানির ২১ বলে ৪৩ এবং ম্যাথেউ ব্রিজকের ১৩ বলে ২৯ রানের সুবাদে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় দল। আগের দুই ম্যাচে ৪ উইকেট নেয়া তাসকিন এই ম্যাচে ১৮ রান দিয়ে নেন ১ উইকেট।

এর আগে জিম্বাবুয়েতে জিম-আফ্রো টি-টেন টুর্নামেন্টে মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। ম্যাচটি মুশফিকের দল জোবার্গ বাফেলোস জিতলেও ব্যক্তিগত পালফরম্যান্সে দুই টাইগারই ছিলেন উজ্জ্বল। মুশফিকের ব্যাট হাতে ২৩ বলে অপরাজিত ৪৬ রানের পাশাপাশি তাসকিন ২ ওভারে ১১ রান দিয়ে নেন ৩ উইকেট। তাসকিনের বোলিং তোপে ১৭ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলে জোবার্গ।

বাংলাদেশের পেসার এক ওভারেই তুলে নেন মোহাম্মদ হাফিজ, রবি বোপারা ও ডেলানো পটগিয়েটারের উইকেট। দ্রুত ৪ উইকেট হারালেও জোবার্গ ১০ ওভারে ৭ উইকেটে ১০৫ রান তুলতে পারে মুশফিকের অসাধারণ ব্যাটিংয়ে। ব্যাট করতে নেমে বাংলাদেশের এ উইকেটকিপার ব্যাটসম্যান ২৩ বলে ৮টি চারে ৪৬ রান তুলে অপরাজিত থাকেন।

তাসকিন এরপর আরো একটি ম্যাচ খেলেছেন। সেই ম্যাচে তাসকিন ২ ওভারে ৭ রান দিয়ে নেন ১ উইকেট। হারারে হারিকেনসের বিপক্ষে সেই ম্যাচে জিতেছে তার দলও।

এখন পর্যন্ত টুর্নামেন্টে দুটি ম্যাচে খেলে একটি জয় পেয়েছে মুশফিকের দল জোবার্গ বাফেলোস। তাসকিনের বুলাওয়ে ব্রেভসের জয়ও একটি ম্যাচে, তবে তারা খেলে ফেলেছে ৩টি ম্যাচ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App