×

খেলা

জ্যোতিদের পারফরম্যান্সে বদলে গেল বিসিবির দৃষ্টিভঙ্গি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৩, ১০:৪৯ এএম

জ্যোতিদের পারফরম্যান্সে বদলে গেল বিসিবির দৃষ্টিভঙ্গি

ছবি: সংগৃহীত

হোম অব ক্রিকেট মিরপুরে ভারতের মেয়েদের তৃতীয় ও শেষ ওয়ানডেতে হারাতে পারলে সিরিজ জেতার ইতিহাস গড়ত বাংলাদেশ নারী ক্রিকেট দল। শেষ পর্যন্ত ম্যাচ টাই হয়। তবে সিরিজের প্রথম ম্যাচে প্রথমবারের মতো ভারতকে হারিয়ে ইতিহাস গড়ে টাইগ্রেসরা। ১-১ সমতায় সিরিজ শেষ হয়। ভারতের বিপক্ষে জ্যোতিদের এমন পারফরম্যান্সের জন্য বিসিবির পক্ষ থেকে ৩৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। গতকাল টিম হোটেলে গিয়ে বোনাসের ঘোষণা দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপের সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতের বিপক্ষে বৃষ্টি আইনে ৪০ রানের দারুণ জয় পায় বাংলাদেশ। পরে দ্বিতীয় ম্যাচে হেরে যায় ১০৮ রানের বড় ব্যবধানে। আর শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ ড্র করে নিগার সুলতানা, ফারজানা হকরা। এমন পারফরম্যান্সের পুরস্কার স্বরূপ বিসিবি সভাপতি পাপন বলেন, ‘সাধারণত সিরিজ জিতলে আমরা বোনাস দেই। তবে এবার সিরিজ না জিতলেও প্রথম ওয়ানডে জিতেছে ভারতের বিপক্ষে। এ জন্য এবং শেষ ম্যাচে টাই করল। এছাড়া আমাদের সেঞ্চুরি আছে একটা, বেশ কয়েকজন মেয়ে খুব ভালো পারফর্ম করেছে। সবকিছু মিলিয়ে আমরা যেটা করেছি, শুধু ক্রিকেটারদের জন্য ২৫ লাখ টাকা, এর সঙ্গে যারা পারফর্ম করেছে, যেমন সেঞ্চুরির জন্য আলাদা ২ লাখ এবং যারা ভালো করেছে ওদের জন্য আলাদা আলাদা টাকা এভাবে আমরা দিয়েছি। সব মিলিয়ে আমার ধারণা ৩৫ লাখ হবে।’

মেয়েদের ক্রিকেটে ওয়ানডেতে বড় কোনো দলের বিপক্ষে এটিই সেরা সাফল্য টাইগ্রেসদের। ওয়ানডে সিরিজের আগে টি-টোয়েন্টি সিরিজেও শেষ ম্যাচটি জিতেছিল তারা। কিছু ছোট ছোট ভুল না করলে টি-টোয়েন্টি সিরিজ জিততে পারত নিগার সুলতানা জ্যোতি বাহিনী। তারপরেও ওয়ানডেতে এমন অর্জনের পর অভিনন্দন, শুভেচ্ছা আর স্বস্তির জোয়ারে ভাসছেন ক্রিকেটাররা। এখন তাদের লক্ষ্য সামনে এগিয়ে যাওয়া। ভারতকে হারিয়ে বড় দলগুলোকে হারানোর আত্মবিশ্বাস পেয়েছে বাংলাদেশ। বিসিবি সভাপতি আরো বলেন, ‘আমরা মেয়েদের ক্রিকেটকে খুব বেশি গুরুত্ব দেইনি। এটা সত্যি কথা। এখন থেকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। প্রথম ওয়ানডেতে ওরা জিতল, এটা তো একটা অস্বাভাবিক ব্যাপার। প্রথমবার ভারতের সঙ্গে ওয়ানডে জয়! জেতার পর আমি দেশের বাইরে থেকেই অধিনায়কের সঙ্গে কথা বলি, অবশ্যই তোমরা একটা বোনাস পাবে। সামনে দুটো ম্যাচ আছে, দেখো সিরিজটা জেতা যায় কিনা। আমি নিজে যে খুব বিশ্বাস করেছি তা না। তারপরও বলেছি, যদি জিততে পারো, তাহলে তো অস্বাভাবিক কিছু হবেই। তবে খুব ভালো খেলেছো।’

‘এই সিরিজে যে খেলাটা দেখলাম তাতে একটা জিনিস আমরা বলতে পারি, নিঃসন্দেহে সবাই স্বীকার করবে, মেয়েরা আপ্রাণ চেষ্টা করছে। তাদের নিবেদনে, দলগত চেষ্টায় কোনো সমস্যা নেই। অনেকের পারফরম্যান্স ভালো উন্নতি করেছে। এগুলো চোখে পড়ার মতো। আমরা ওদের বোনাস দিয়েছি। তবে এর চেয়ে বড় কথা হলো, আমরা ওদের ব্যাপারটা আরো মনোযোগ দিচ্ছি। ওরা কিছু পরামর্শ দিয়েছে। আমরা বলেছি, অবশ্যই এগুলো দেখব। সাপোর্ট স্টাফ লাগবে, আরো কোচ লাগবে। যেমন ফাস্ট বোলিং কোচ হলে ভালো হয়। এগুলো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে করব।’- আরো যোগ করেন পাপন।

সিরিজের শেষ ম্যাচে ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌরের আচরণের বিষয়টিও তুলে ধরেন পাপন। অবশ্য এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি। পাপন বলেন, ‘আমি এ ব্যাপারে কিছু বলতে চাই না। আম্পায়ার আছেন, ম্যাচ রেফারি আছেন, আইসিসি আছে। এটা তাদের ব্যাপার। তবে আমি আমাদের মেয়েদের একটা কথা বলেছি, ওরা যেন এমন কখনো না করে।’

পুরস্কার ঘোষণার পাশাপাশি মেয়েদের বিপিএল চালু করার কথাও জানান পাপন। প্রায় এক দশক ধরে ছেলেদের ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি লিগ চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই লিগে পারফর্ম করে একাধিক ক্রিকেটার জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। তাই বিপিএল এখনও পর্যন্ত সফলই বলতে হবে। ছেলেদের ক্রিকেটে বিপিএলের কার্যকারিতা দেখে এবার নারী বিপিএল চালুর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, মেয়েদের বিপিএল চালু করব।’

এদিকে ছেলেদের ক্রিকেটে প্রতি বছরই অনুষ্ঠিত হয় স্কুল ক্রিকেট। বিসিবির এই আসরও বেশ সাড়া ফেলেছে। এখান থেকেও বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটের পেশাদার ক্রিকেটে ওঠে এসেছে। ফলে এবার মেয়েদের ক্রিকেটেও স্কুল ক্রিকেট চালুর সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। মেয়েদের স্কুল ক্রিকেট প্রসঙ্গে পাপন বলেন, ‘ছেলেদের স্কুল ক্রিকেট তো আমরা সবসময় করি। কিন্তু মেয়েদের স্কুল ক্রিকেট আমরা এ বছর শুরু করতে চাই। তাতে আরো নতুন নতুন খেলোয়াড় আমরা পাব বলে আমার মনে হয়।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App