×

খেলা

জিম্বাবুয়েতে জিম আফ্রো টি-টেনে তাসকিন-মুশফিকের ঝড়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২৩, ০২:৪৯ পিএম

জিম্বাবুয়েতে জিম আফ্রো টি-টেনে তাসকিন-মুশফিকের ঝড়
জিম্বাবুয়েতে ক্রিকেট বিশ্বের ক্ষুদ্র সংস্করণ জিম আফ্রো টি-টেন লিগে মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের দুই তারকা মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। তাসকিন ছিলেন বল হাতে বিধ্বংসী, ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেলেন মুশফিক। দলীয় লড়াইয়ে সেখানে শেষ হাসি মুশফিকের। জিম আফ্রো টি-টেন ক্রিকেটে হারারে স্পোর্টস ক্লাবে বুলাওয়ায়ো ব্রেভসের হয়ে মাঠে নেমে আগুনে বোলিংয়ে তাসকিন কাঁপিয়ে দেন জোহানেন্সবার্গ বাফেলোজকে। প্রথম ওভারে তিনি দেন ৫ রান। ওভারের প্রথম বলে বিদায় করে দেন মোহাম্মদ হাফিজকে, পঞ্চম বলে রবি বোপারাকে। শেষ বলে দুর্দান্ত এক ডেলিভারিতে উপড়ে দেন ডেলানো পটগিয়েটারের স্টাম্প। ২ ওভার বোলিং করে তার প্রাপ্তি ১১ রানে ৩ উইকেট। ৩ ওভারে স্রেফ ১৭ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে তখন নড়বড়ে জোহানেসবার্গ। পাল্টা আক্রমণে সেই দলকে উদ্ধার করে মুশফিক। শুরুটা যদিও করেন ইংলিশ ব্যাটসম্যান টম ব্যান্টন। পঞ্চম ওভারে টানা দুই বলে চার-ছক্কা মারেন তিনি থিসারা পেরেরাকে। ওই ওভারেই মুশফিক মারেন টানা দুই চার। বুলাওয়ায়ো অধিনায়ক সিকান্দার রাজার বলে ব্যান্টন আউট হয়ে যান ১৮ বলে ৩৪ করে। তবে মুশফিকের ঝড় চলতে থাকে। শেষ বলেও বাউন্ডারি মেরে তিনি অপরাজিত থাকেন ২৩ বলে ৪৬ রান করে। ১০ ওভারে ১০৫ রান তোলে জোহানেসবার্গ। রান তাড়ায় বুলাওয়ায়োকে ধসিয়ে দেন হাফিজ। অভিজ্ঞ পাকিস্তানি অলরাউন্ডার অবিশ্বাস্যভাবে ২ ওভারে স্রেফ ৪ রান দিয়ে উইকেট নেন ৬টি! জিম্বাবুয়ের বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা ২ ওভারে ১১ রানে নেন ৩ উইকেট। অন্য বোলারদের কিছুটা কাজে লাগিয়ে বুলাওয়ায়ো ১০ ওভারে করতে পারে ৯৫ রান। মুশফিকরা জিতে যায় ১০ রানে। এ দিনই অবশ্য আরও আগে আরেকটি ম্যাচে বুলাওয়ায়োর হয়ে মাঠে নামেন তাসকিন। অধিনায়ক সিকান্দার রাজার ৩০ বলে ৬১ রানের ইনিংসে বুলাওয়ায়ো ১০ ওভারে করে ১২৮ রান। পরে বল হাতে তাসকিন প্রথম ওভারেই বিদায় করেন রবিন উথাপ্পাকে। ২ ওভারে রান দেন কেবল ৭। হারারে হারিকেন্স ১০ ওভারে করতে পারে মাত্র ৭৯ রান। তাদের হয়ে মোহাম্মদ নবি করেন ১৪ বলে ২২।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App