×

খেলা

ফারজানার সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ২২৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২৩, ১২:৪৬ পিএম

ফারজানার সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ২২৫

ফারজানার সেঞ্চুরি। ছবি: সংগৃহীত

ফারজানার সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ২২৫

ভারতের নারী ক্রিকেট দলের বিপক্ষে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরির ইতিহাস গড়লেন ফারজানা হক পিংকি।

তার সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২২৫। ১৫৬ বলে চার মেরে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন ফারজানা।

এতে ভারতকে ২২৬ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। যা ভারতের বিপক্ষে সর্বোচ্চ এবং সব মিলিয়ে ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ।

পাকিস্তানের বিপক্ষে ২০২২ সালের ১৪ মার্চ পাকিস্তানের বিপক্ষে ২৩৪ রান এখন পর্যন্ত টাইগ্রেসদের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড।

শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ব্যাট করতে নেমে দুই ওপেনার শামীমা সুলতানার হাফ সেঞ্চুরির পর দারুণ শতক উপহার দিয়েছেন ডানহাতি ব্যাটার ফারজানা হক পিংকি।

তবে শেষ পর্যন্ত ২২৫ রান করেছে বাংলাদেশ। ১৬০ বল খেলে দলের হয়ে সর্বোচ্চ ১০৫ রান করেন ফারজানা। এর আগে দীপ্তি শর্মার বলে মিসফিল্ডিং হয়ে বল বাউন্ডারি ছুঁতেই ফারজানা পৌঁছে যান তিন অঙ্কের ফিগার সেঞ্চুরিতে। এরপর ড্রেসিংরুমের দিকে উঁচিয়ে ধরলেন ব্যাট। সতীর্থ, কোচিং স্টাফরা ভাসলেন উচ্ছ্বাসে। ফারজানা হয়ে গেলেন মেয়েদের ওয়ানডেতে দেশের প্রথম সেঞ্চুরিয়ান।

সকালে টসে জিতে ব্যাট করতে নেমে শামীমা সুলতানাকে নিয়ে দারুণ জুটি গড়েন ফারজানা।শামীমা সুলতানার বিদায়ে ২৭তম ওভারে ভাঙে জুটি।

৯৩ রানের জুটিটি ওয়ানডেতে ওপেনিংয়ে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ, ভারতের বিপক্ষে সর্বোচ্চ। তিনে নেমে রানের চাকা সচল করার চেষ্টায় ছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তার সঙ্গে মিলে দ্বিতীয় উইকেটে ৭১ রান যোগ করেন ফারজানা। স্লগ ওভারে রান বাড়ানোর চেষ্টা স্লগ সুইপ করতে গিয়ে থামেন জ্যোতি। ৩৬ বলে ১ চারে ২৪ করেন তিনি। চারে নেমে দ্রুত ফিরে যান রিতু মনি।

পরে সোবহানা মুশতারিকে (২২ বলে ২৩) নিয়ে রান বাড়াতে থাকেন ফারজানা। দীপ্তি শর্মার বল কাভার দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে দুহাত উঁচিয়ে ধরেন বাংলাদেশের ব্যাটার।

প্রসঙ্গত, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও সেঞ্চুরি রয়েছে ফারজানার। ২০১৯ সালের ৫ ডিসেম্বর মালদ্বীপের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি। একই ম্যাচে শতক হাঁকান নিগার সুলতানা জ্যোতি। টি-টোয়েন্টি এখন পর্যন্ত বাংলাদেশের সেঞ্চুরি এই দুটিই।

তবে মেয়েদের ওয়ানডেতে এর আগে বাংলাদেশের সর্বোচ্চ ছিল দুজনের। ৭৫ রান করেছিলেন রুমানা আহমেদ ও সালমা খাতুন। ফারজানার আগের সর্বোচ্চ ছিল ৭১। সব ছাপিয়ে এদিন নিজেকে নতুন চূড়ায় তুললেন ফারজানা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App