×

খেলা

জিতেই লিগ শেষ করল আবাহনী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০২৩, ১০:৩৬ পিএম

জিতেই লিগ শেষ করল আবাহনী

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের শেষ রাউন্ডের প্রথম দিনে শুক্রবার আজমপুর এফসি উত্তরাকে ১-০ গোলের ব্যবধানে হারায় ঢাকা আবাহনী। আগেই রানার্সআপ নিশ্চিত হয়ে যাওয়া আবাহনী এবারের আসর শেষ করল ২০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে। দিনের অপর ম্যাচে ফর্টিসের কাছে ৩-০ গোলের ব্যবধানে পরাস্ত হয় শেখ জামাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষ দিনে শনিবার তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুক্রবার চলতি মৌসুমে নিজেদের শেষ ম্যাচে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামে ঢাকা আবাহনী। প্রথমার্ধে পেনাল্টি পেয়েও গোল করতে পারেনি আবাহনী। নাবীব নেওয়াজ জীবন পোস্টের নিচে মেরে সুযোগ নষ্ট করেন। এরপর এলিটা কিংসলের এসিস্টে ম্যাচের ৭০ মিনিটের মাথায় অধিনায়ক নাবীব নেওয়াজেরই একমাত্র গোলে উত্তরাকে ১-০ গোলে হারায় ঢাকা আবাহনী।

অপরদিকে, গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে তাদের হোম ভেন্যুতেই ৩-০ গোলে উড়িয়ে টুর্নামেন্ট শেষ করে নবাগত ফর্টিস এফসি। ২৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থান নিশ্চিত করে মৌসুম শেষ হলো জামালের। ২৩ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আবাহনীকে পেছনে ফেলে আপাতত সপ্তম স্থানে থেকে লিগ শেষ করল ফর্টিস। তবে নিজেদের শেষ ম্যাচে চট্টগ্রাম আবাহনী জিততে পারলে ফর্টিসকে আবারো নেমে যেতে হবে অষ্টম স্থানে। শেখ জামালের বিপক্ষে তিন গোল দেয়ায় ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। প্রথম গোলের জন্য ফর্টিসকে অপেক্ষা করতে হয় ৭১তম মিনিট পর্যন্ত। প্রতিপক্ষ ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের বাকানো শটে জামালের গোলরক্ষককে পরাস্ত করেন আফগান ফরোয়ার্ড আমীরুদ্দিন শরীফি। পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করে ফর্টিস। পোস্ট ছেড়ে সামনে চলে এসেছিলেন জামাল গোলরক্ষক। ফাঁকা পোস্টে ডান পায়ে বল ঠেলে দেন জাহেদ। ইনজুরি সময়ে তৃতীয় মিনিটে একাই বল নিয়ে জামালের জালে ঢুকে লক্ষ্যভেদ করে কফিনের শেষ পেরেকটি ঠুকে দেন দিপু।

শনিবার বিপিএলের শেষদিনে মাঠে গড়াবে তিনটি ম্যাচ। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ পুলিশ, রহমতগঞ্জের বিপক্ষে খেলবে ফেডারেশন কাপ জয়ী ঢাকা মোহামেডান ও শেখ রাসেলের বিপক্ষে মাঠে নামবে মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ। আবাহনীর বিপক্ষে ড্র করতে পারলেই এবারের আসরে তৃতীয় স্থান নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশ পুলিশের। ১৯ ম্যাচে তাদের পয়েন্ট ৩২। চারে থাকা মোহামেডানও সমান ম্যাচ খেলে ২৯ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। রহমতগঞ্জকে হারানোর পাশাপাশি পুলিশ হারলে তৃতীয় স্থানে চলে আসবে দিয়াবাতের ক্লাব মোহামেডান। এদিকে আজমপুর এফসি মাত্র ৫ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে এসেই অবনমিত হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App