×

খেলা

টাইগারদের ১৫৫ রানের টার্গেট আফগানদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৩, ০৭:৪৮ পিএম

টাইগারদের ১৫৫ রানের টার্গেট আফগানদের

রহমানউল্লাহ গুরবাজকে সাজঘরে ফেরানো তাসকিনকে ঘিরে টাইগার ফিল্ডারদের উল্লাস

ওয়ানডে সিরিজ শেষে আজ শুক্রবার (১৪ জুলাই) টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান। যেখানে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রান তোল আফগানরা। জিততে হলে টাইগারদের করতে হবে ১৫৫ রান।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু থেকেই আফগান ব্যাটারদের চাপে রাখে টাইগার বোলাররা। ম্যাচের দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারাতে পারতো আফগানিস্তান। তবে তাসকিন আহমেদের বলে আফগান ব্যাটারের তুলে মারা বল দৌঁড়ে গিয়ে ধরলেও খেই হারিয়ে মাটিতে স্পর্শ করান রনি তালুকদার। এর পরের ওভারেই প্রথম উইকেট হারায় সফরকারীরা। নাসুম আহমেদের বলে তাওহিদ হৃদয়ের হাতে ধরা পড়ে সাজঘরের পথ ধরেন হজরতউল্লাহ জাজাই। এই ওপেনাররের ব্যাট থেকে আসে ৮ রান। কিছুটা মারমুখী হলেও আরেক ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ১৬ রানে ফেরেন তাসকিন আহমেদের বলে। ওয়ানডাউনে নামা ইব্রাহিম জাদরান ৮ রানে উইকেটরক্ষক লিটন দাসকে ক্যাচ দেন শরিফুল ইসলামের বলে। করিম জানাতকে ৩ রানে ফেরান সাকিব।

ধারাবাহিকভাবে উইকেট হারানোর পর আজমতউল্লাহ উমরজাইকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন মোহাম্মদ নবী। জাদরান ২৩ রানে ফিরলেও হাফ সেঞ্চুরি করেন নবী। এই ব্যাটারের ব্যাট থেকে আসে অপরাজিত সর্বোচ্চ ৪০ বলে ৫৪ রান। এটি তার টি- টোয়েন্টি ক্যারিয়ারের পঞ্চম ফিফটি। ১৮ বলে ৩৩ রানের মারমুখী ইনিংস খেলে সাকিবের বলে প্যাভিলিয়নের পথ ধরেন আজমতউল্লাহ ওমরযাই। শেষ দিকে রশিদ খান করেন ৩ রান। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৪ রান তুলতে পারে আফগানরা। টাইগারদের পক্ষে ৪ ওভারে ২৭ রান খরচায় সর্বোচ্চ ২টি উইকেট নেন সাকিব। একটি করে উইকেটের দেখা পান নাসুম, তাসকিন, মোস্তাফিজ,শরিফুল, মিরাজ। জিততে হলে টাইগারদের করতে হবে ১৫৫ রান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App