×

খেলা

টি-টোয়েন্টি: টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৩, ০৫:৪২ পিএম

টি-টোয়েন্টি: টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ওয়ানডে সিরিজের পর এবার টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান। প্রথম ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। বৃষ্টির শঙ্কা নিয়েই টসে জিতে নামেন দুই দলের অধিনায়করা।

উল্লেখ্য, সিলেটের আবহাওয়া এখন বেশ রোদ্রৌজ্জ্বল এবং আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।

চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে স্বাগতিকরা। সেই পিছুটান ভুলে সিলেটে এবার টি-টোয়েন্টি জয়ের চ্যালেঞ্জ নিয়েছে অধিনায়ক সাকিবের।

প্রথম টি-টোয়েন্টি ম্যাচের জন্য আক্রমণাত্মক দল সাজিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তিন পেসারের সঙ্গে দলে রেখেছে তিনজন স্পিনার।

পেস আক্রমণে খেলছেন দুই বামহাতি মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। সঙ্গে আছেন তাসকিন আহমেদ। স্পিন অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে খেলছেন মেহেদি মিরাজ। আছেন বামহাতি স্পিনার নাসুমও। তবে আফিফ হোসেন একাদশে জায়গা পাননি।

বাংলাদেশ একাদশ লিটন দাস, রনি তালুকদার, নাজমুল শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদি মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ রহমানুল্লাহ গুরবাজ, হযরতুল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, কারিম জানাত, রশিদ খান, মুজিব উর, ফরিদ আহমেদ মালিক, আজমতুল্লাহ ওমরজাই, ফজল হক ফারুকি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App