×

খেলা

লিটনের ফিফটিতে হোয়াইটওয়াশ এড়ালো টাইগাররা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২৩, ০৭:৪২ পিএম

লিটনের ফিফটিতে হোয়াইটওয়াশ এড়ালো টাইগাররা

চট্টগ্রামে আফগানদের বিপক্ষে মঙ্গলবার ৬০ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেন লিটন কুমার দাস

আফগানদের ১২৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাসের ওয়ানডে ক্যারিয়ারে দশম হাফসেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে জিতেছে টাইগাররা। এ জয়ের ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতল সফরকারীরা। হোয়াইটওয়াশ এড়ানোর ফলে র‌্যাঙ্কিংয়ে সাত নম্বরেই থাকতে সক্ষম হল টাইগাররা। ২৩.৩ ওভারে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে। লিটন দাস ৬০ বলে ৫৩ রানে এবং তাওহীদ হৃদয় ১৯ বলে ২২ রানে অপরাজিত থাকেন। সাকিব আল হাসান ৩৯ বলে ৩৯ রান করে আউট হন আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটি হেরেছিল বাংলাদেশ। মঙ্গলবার (১১ জুলাই) হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে তৃতীয় ও শেষ ম্যাচে খেলতে নেমে আফগানদের ১২৬ রানে গুটিয়ে দিয়েছে টাইগার বোলাররা। বল হাতে সর্বোচ্চ ৪ উইকেট নেন পেসার শরিফুল ইসলাম। ৪৫.১ ওভারে ১২৬ রানে আফগানদের গুটিয়ে দিতে অগ্রণীভূমিকা রাখেন পেসার শরিফুল এবং তাসকিন আহমেদ। শরিফুল ২১ রানে ৪ উইকেট এবং ৩৩ রানে ২ উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। অপর ৪টি উইকেটের ২টি নেন স্পিনার তাইজুল ইসলাম, সাকিব ও মিরাজ উভয়ে ১টি করে উইকেট লাভ করে। আফগানদের মধ্যে আজমতউল্লাহ ওমারজাই ৭১ বলে ৫৬ রান করেন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহীদি। আগেই সিরিজ নিশ্চিত হওয়ায় এই ম্যাচে বিশ্রাম দেয়া হয় আফগান স্পিনার রশিদ খানকে। অপরদিকে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। চোটের কারণে ইবাদত হোসেনের জায়গায় সুযোগ পান শরিফুল ইসলাম। অন্য দুই পেসার হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমানের বদলে দলে আসেন তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম। প্রথমে ব্যাট করেতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে আফগানরা। দুই ওপেনার রাহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান সতর্ক শুরু করলেও তৃতীয় ওভারেই টাইগারদের ব্রেক থ্রু এনে দেন শরিফুল। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইব্রাহিম জাদরাকে মাত্র ১ রানে প্যাভিলিয়নের পথ ধরান তিনি। এর পরপরেই ওয়ানডাউনে নামা রহমত শাহকেও শূন্য রানে ফেরান শরিফুল। আরেক ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে ২২ বলে ৬ রানে ফেরান তাসকিন। ১৪ রানের মাথায় তৃতীয় উইকেট পড়ে আফগানদের। ইনিংসের ৯ম ওভারে দারুণ এক গুডলেন্থের বলে শরিফুল এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মোহাম্মদ নবিকে। ৯ বল খেলে ১ রান করে আউট হন নবি। দলীয় ৩২ রানের মাথায় সাকিব আল হাসান নেন আফগানদের পঞ্চম উইকেট। এবার এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন নাজিবুল্লাহ জাদরান। তবে একপ্রান্ত ধরে খেলতে থাকেন অধিনায়ক হাসমতউল্লাহ শাহীদি। তবে তার সেই প্রতিরোধ ভাঙেন স্পিনার তাইজুল ইসলাম। রিভার্স খেলতে গিয়ে লেগস্টাম্প হারান আফগান অধিনায়ক। ৫৪ বলে তিনি করেন ২২। এরপর দলকে টেনে তোলার চেষ্টা করেন আব্দুল রহমান ও আজমতউল্লাহ ওমরযাই। তবে তাদের বেশিদুর এগুতে দেননি শরিফুল। তার বলেই ডিপ স্কয়ার লেগে তাইজুলের হাতে ধরা পড়েন আব্দুল রহমান। ২০ বলে ৪ রান করেন তিনি। চতুর্থ উইকেটের দেখা পান শরিফুল। আব্দুল রহমান ফিরলেও থিতু হন ওমরযাই। ব্যাটারদের যাওয়ার আসার মিছিলে দলের হাল ধরেন তিনি। এর মাঝে জিয়াউর রহমানকে ৫ রানে ফেরান তাইজুল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App