×

খেলা

তীরে এসে তরী ডুবালো জ্যোতিরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২৩, ০৫:১৭ পিএম

তীরে এসে তরী ডুবালো জ্যোতিরা

ভারতের বিপক্ষে মঙ্গলবার টাইগ্রেসরা শেষ ৫ উইকেট হারায় মাত্র ৫ রানে

হোম অব ক্রিকেট মিরপুরে ভারতের মেয়েদের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হারের পর মঙ্গলবার (১১ জুলাই) দ্বিতীয় ম্যাচেও জয়ের দার প্রান্তে গিয়ে হেরেছে বাংলাদেশের মেয়েরা। শেষ দুই ওভারে টাইগ্রেসদের প্রয়োজন ছিল মাত্র ১৪ রান, হাতে ছিল ৫ উইকেট। সেই রান করতে পারেনি নিগার সুলতানা জ্যোতি বাহিনী। শেষ ৫ উইকেট হারায় মাত্র ৫ রানে। তীরে এসে তরী ডোবায় তারা। ফলে ৮ রানের জয় পায় সফরকারীর। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে হরমনপ্রীত কৌর বাহিনী।

মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক হনমনপ্রীত। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৯৫ রানে থামে তাদের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮৭ রানে সবকটি উইকেট হারিয়ে ফেলে জ্যোতিরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App