×

খেলা

পাকিস্তানকে নিয়ে ফের অনিশ্চয়তা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২৩, ০১:০৯ পিএম

পাকিস্তানকে নিয়ে ফের অনিশ্চয়তা

ছবি: সংগৃহীত

আগামী অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হতে যাওয়া বিশ্বকাপে প্রতিবেশী দেশ পাকিস্তানের খেলা নিয়ে আবারো শঙ্কা দেখা দিয়েছে। বাবর-রিজওয়ানদের ভারতে পাঠানোর সিদ্ধান্তে নারাজ দেশটির ক্রীড়ামন্ত্রী এহসান মাজারি। এশিয়া কাপ নিয়ে জটিলতা কেটে যাওয়ার পর বিশ্বকাপ নিয়েও জটিলতার অবসান হবে বলে ধারণা করা হচ্ছিল।

শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে নিয়ে বিশ্বকাপের চূড়ান্ত সূচি এরই মধ্যে ঘোষণা হয়ে গেছে। এর আগে প্রাথমিক সূচি ঘোষণা হওয়ার পরই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের প্রধানমন্ত্রী শাহবাজ আহমেদ ছাড়াও পাকিস্তান অভ্যন্তরীণ মন্ত্রণালয় এবং বিদেশ মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়ে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ খেলার প্রয়োজনীয় অনুমতি চায়। এরই পরিপ্রেক্ষিতে পাকিস্তান ক্রীড়ামন্ত্রীর এহসান মাজারির বলেন, আহমেদাবাদে খেলতে পাকিস্তানের তেমন কোনো সমস্যা নেই। কিন্তু ভারত এশিয়া কাপ নিয়ে নিরপেক্ষ ভেন্যুর ব্যাপারে অনড় থাকলে পাকিস্তানও বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না।’

পিসিবিকে নিজ মন্ত্রণালয়ের অধিভুক্ত বলে জানিয়ে ক্রীড়ামন্ত্রী বলেন, ‘ভারতীয়রা যদি এশিয়া কাপ খেলার ব্যাপারে নিরপেক্ষ ভেন্যুর দাবিতে অনড় থাকে, তাহলে বিশ্বকাপ নিয়ে আমরাও সমান সুবিধা দাবি করতে পারি।’ শুরুতে আপত্তি থাকলেও আহমেদাবাদ নিয়ে তার ব্যক্তিগত কোনো সমস্যা নেই বলে মাজারি জানান, ‘আহমেদাবাদ কোনো বিষয় নয়। পাকিস্তান আগেও সেখানে খেলেছে। ভারতের কাছ থেকে ইতিবাচক সাড়া পেলে সবই সম্ভব। তাই ভারতের উচিত পাকিস্তানে এসে খেলা।’

ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী গত শুক্রবার একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন। কমিটির নেতৃত্বে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো। সদস্য হিসেবে রয়েছেন ১১ জন মন্ত্রী। তারা বিষয়টি নিয়ে আলোচনা করে প্রধানমন্ত্রীকে সুপারিশ করবেন। প্রধানমন্ত্রী পিসিবির প্যাট্রন ইন চিফ। তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’ আগামী সপ্তাহে পাক প্রধানমন্ত্রীকে রিপোর্ট দিতে পারে এই বিশেষ কমিটি। তবে ভারতের বিপক্ষে খেলায় রাজনীতি প্রবেশ করানোর গুরুতর অভিযোগ তোলেন মাজারি।

তিনি বলেন, ‘ভারত ক্রিকেটের মধ্যে রাজনীতি নিয়ে এসেছে। আমি বুঝতে পারছি না ভারত সরকার কেন তাদের ক্রিকেট দলকে পাকিস্তানে খেলতে পাঠাতে রাজি নয়। অথচ কয়েকদিন আগে ভারতের বেজবল দল ও ব্রিজ দল ইসলামাবাদে খেলে গেছে। পাকিস্তানের হকি, ফুটবল, দাবা দল ভারতে গিয়ে খেলে এসেছে। তাই ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগ অর্থহীন।’

তিনি আরো বলেন, ‘নিরাপত্তা নিয়ে ভারতের বক্তব্য যুক্তিপূর্ণ নয়। নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মতো দল পাকিস্তানে এসে খেলে গেছে। তারা রাষ্ট্রপতির সমান নিরাপত্তা চেয়েছিল, আমরা তাদের তা দিয়েছি। নিরাপত্তা আসলে ভারতের একটা অজুহাত। তাই ভারতের উচিত তাদের সিদ্ধান্ত থেকে সরে আসা।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App