×

খেলা

বার্সা কিংবদন্তি লুইস সুয়ারেজ প্রয়াত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৩, ০৯:০০ পিএম

বার্সা কিংবদন্তি লুইস সুয়ারেজ প্রয়াত

বার্সা কিংবদন্তি লুইস সুয়ারেজ

প্রয়াত হয়েছেনর বার্সা কিংবদন্তি লুইস সুয়ারেজ। ৮৮ বছর বয়সে রবিবার (৯ জুলাই) ইন্টার মিলানের সাবেক এই ফুটবলারের মৃত্যু হয়। তাকে সর্বকালের সেরা স্পেনিয়ার্ড ফুটবলার গণ্য করা হয়।

এই কিংবদন্তীর পুরো নাম লুইস সুয়ারেজ মিরামোন্টেস। ১৯৩৫ সালে লা করুনিয়ায় জন্ম সুয়ারেজের। ফুটবল ক্যারিয়ার শুরু করেন নিজের শহরের ক্লাব দেপোর্তিভো লা করুনিয়ায়। ১৯৫৪ সালে বার্সেলোনার হয়ে ক্যারিয়ার শুরু করেন সুয়ারেজ। কাতালান ক্লাবটিতে কাটিয়েছেন প্রায় আট বছর। ১৯৬০ সালে হাঙ্গেরিয়ান কিংবদন্তি ফরোয়ার্ড ফেরেঙ্ক পুসকাসকে পেছনে ফেলে বার্সা ও স্পেনের প্রথম খেলোয়াড় হিসেবে জিতে নেন ব্যালন ডি'অর। বার্সার হয়ে খেলেছেন ১৭৬ ম্যাচ। গোল করেছেন ৮০টি। স্প্যানিশ জায়ান্টদের হয়ে দুইবার লা লিগা ও দুইবার স্প্যানিশ কাপ শিরোপা জিতেছেন তিনি।

মার্জিত ও চমৎকার ফুটবল শৈলীর জন্য পরিচিত ছিলেন সুয়ারেজ। ফুটবল জগতে ‘দ্য আর্কিটেক্ট’ নামে পরিচিত ছিলেন তিনি। ১৯৬৪ সালে স্পেনের জাতীয় দলের হয়ে জেতেন ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ। স্পেনের হয়ে খেলেছেন ৩২ আন্তর্জাতিক ম্যাচ। গোল করেছেন ১৪টি।

খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেয়ার পরও ফুটবলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ইন্টারের হয়ে কোচিং করিয়েছেন। এছাড়া, স্পেনের অনূর্ধ্ব-২১ ও সিনিয়র স্প্যানিশ টিমকেও কোচিং করিয়েছেন। এছাড়া, বহু ইতালীয় ও স্প্যানিশ ক্লাবকে কোচিং করিয়েছেন।

সূত্র: এপি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App