×

খেলা

পড়ন্ত বিকেলে আফগানদের ৩ উইকেট তুলে নিল টাইগাররা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৩, ০৫:৩৮ পিএম

পড়ন্ত বিকেলে আফগানদের ৩ উইকেট তুলে নিল টাইগাররা

রানের জন্য প্রান্ত বদল করছেন আফগানিস্তানের ইব্রাহিম ও গুরবাজ

বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ (শনিবার) টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক লিটন। উদ্বোধনী জুটির ভালো শুরুতে বড় সংগ্রহের পথে দৌড়াচ্ছে রশিদ খানের দল। দীর্ঘ চেষ্টার পর আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে সাজঘরে ফিরিয়ে ব্রেকথ্রু এনে দেন সাকিব আল হাসান। এরপর থেকেই ধারাবাহিকভাবে উইকেট হারাচ্ছে আফগানিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেট হারিয়ে আফগানিস্তানের সংগ্রহ ২৮০ রান।

৮৭ রানে অপরাজিত আছেন আরেক ওপেনার ইব্রাহিম জাদরান ও নাজিবুল্লাহ জাদরান অপরাজিত আছেন ৫ রানে।

টস হেরে ব্যাটিংয়ে নেমেই আফগানিস্তানকে আগ্রাসী শুরু এনে দেন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ের সামেন পাত্তাই পাচ্ছিলেন না লাল সবুজের প্রতিনিধিত্ব করা বোলাররা। দীর্ঘ চেষ্টা চালিয়ে ম্যাচের ৩৭তম ওভারে বাংলাদেশের হয়ে প্রথম উইকেট তোলেন সাকিব আল হাসান। তার লেগ বিফোরের ফাঁদে সাজঘরের পথ ধরেন ১২৫ বলে ১৪৫ রানের ইনিংস খেলা গুরবাজ। এরপরের ওভারেই এবাদতের বলে আউট হন তিনে নামা রহমত শাহ। ৩৯তম ওভারে টাইগার শিবিরের বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যান আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদী।

বিকেলে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সাকিব, এবাদত ও মিরাজ একটি করে উইকেট শিকার করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App