×

খেলা

মাশরাফিকে বিশ্বকাপের মেন্টর চান তামিম, যা বললেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৩, ১০:৫৬ এএম

মাশরাফিকে বিশ্বকাপের মেন্টর চান তামিম, যা বললেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছেন তামিম ইকবাল। এর পেছনে বড় ভূমিকা রয়েছে জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। মাশরাফিই তামিমকে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে নিয়ে যান। কৃতজ্ঞতাস্বরূপ তামিমও ক্রিকেট মাঠের এ অগ্রজের জন্য কিছু একটা করতে চেয়েছেন। বাঁহাতি এ ওপেনার প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন, মাশরাফিকে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের মেন্টর হিসেবে নিয়োগ দিতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাতে প্রাণবন্ত সাড়া দিয়েছেন বলে জানান তামিম। তিনি আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলেছি, মাশরাফি ভাইকে বিশ্বকাপের সময় এক-দেড় মাসের ছুটি দিন। আমরা তাঁকে বিশ্বকাপে মেন্টর হিসেবে পেতে চাই। প্রধানমন্ত্রী তখনই হেসে বলেছেন, ‘অবশ্যই, মাশরাফি যাবে।’ মাশরাফি ভাইকে তিনি প্রস্তুত থাকতেও বলে দেন।” এই উদ্যোগ সম্পর্কে জানতে চাওয়া হলে মাশরাফি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, ওর সঙ্গে যোগাযোগ করতে। আমি তাকে বলেছি যে, ‘তামিমকে আমি নিয়ে আসছি আপনার কাছে।’ আমার দায়িত্ব ছিল ওকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাওয়া। চেয়েছি যে, ও গিয়ে মনের কথা বলুক। মাননীয় প্রধানমন্ত্রীর যে কথা আছে, সেটা তিনি বলবেন। তার পর যে সিদ্ধান্ত হওয়ার, হবে।’ একটি সিরিজ চলাকালে তামিমের অবসরের সিদ্ধান্তকে ভুল মনে হয়েছে মাশরাফির কাছে। তাঁর মতে, ‘তামিমের বয়স এখন ৩৪ বছর। এখনও পাঁচ হাজার রান করার সুযোগ আছে তার। সবচেয়ে বড় কথা, ব্যক্তির চেয়ে দেশের ক্রিকেট আগে। সামনে বিশ্বকাপের মতো বড় ইভেন্টে খেলতে হবে। তার মতো অভিজ্ঞ একজন ব্যাটার থাকলে ভালো হবে দলের জন্য। কে বলতে পারে, বিশ্বকাপে ৫০০ রান করবে না। এ কারণে আমি খুশি, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে সে সিদ্ধান্ত পরিবর্তন করেছে। উল্লেখ্য, তামিম ইকবাল ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরায় স্বস্তি প্রকাশ করছে সমর্থকরা। তামিম ফেরায় সমর্থকদের প্রত্যাশা বেড়ে গেছে ফুটবলার লিওনেল মেসি অবসর ভেঙে জাতীয় দলে ফিরে ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপের শিরোপা এনে জিতিয়েছেন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ক্রিকেট থেকে অবসর নিয়ে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর হকের নির্দেশে ক্রিকেটে ফিরে ১৯৯২ সালে পাকিস্তানকে বিশ্বকাপের শিরোপা এনে দিয়েছিলেন। অক্টোবরে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে তামিম ইকবাল কি টাইগারদের বিশ্বকাপের শিরোপা এনে দিতে পারবে তাই এখন দেখার বিষয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App