×

খেলা

হঠাৎ যে কারণে অবসর নিলেন তামিম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৩, ০৫:৫৬ পিএম

হঠাৎ যে কারণে অবসর নিলেন তামিম
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। বৃহস্পতিবার ( ৬ জুলাই) এক সংবাদ সম্মেলন ডেকে কান্নাভেজা চোখে হয়ে এ ঘোষণা দেন টাইগার ওয়ানডে অধিনায়ক। ঠিক কি কারণে তামিম অবসর নিয়েছেন তা পরিষ্কার করেননি। তবে ধারণা করা হচ্ছে, তামিমের অবসর নেয়ার পেছনে কারণ রয়েছে অনেক। তবে সম্প্রতি সংবাদ মাধ্যমে বোর্ড সভাপতি ও হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের তামিমের প্রথম ওয়ানডে খেলা নিয়ে করা মন্তব্যকে দায়ী করছেন অনেকেই। চোট থেকে সেরে উঠলেও এখনও শতভাগ ফিট নন তামিম। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কাল টাইগার অধিনায়ক বলেন, ‘আগামীকালের ম্যাচে আমি খেলবো। শরীর আগের চেয়ে ভালো। এটা বলব না যে আমি শতভাগ ফিট। কাল খেলার পর আরও ভালো বুঝতে পারব যে কী অবস্থা। তবে এখন পর্যন্ত সিদ্ধান্ত, আমি কাল খেলছি, ইনশাআল্লাহ।’ ম্যাচের আগের দিন দলের অধিনায়কের এমন মন্তব্যে বেশ চটেছেন বোর্ড সভাপতি। একটি গণমাধ্যমে তিনি বলেছেন, 'এটি তো আর পাড়া-মহল্লার কোনো ম্যাচ নয়, আন্তর্জাতিক একটা ম্যাচ। এমন সিরিজের আগের দিন অধিনায়ক বলছে সে ফিট না। কিন্তু খেলবে। খেলে নিজের ফিটনেস বোঝার চেষ্টা করবে। এটা তো পেশাদার কোনো আচরণ হতে পারে না।’ হেড কোচ হাথুরুসিংহে বরাবরের মতোই তার কড়া শাসনের জন্য পরিচিত। ভারতের বিপক্ষে সিরিজের পর মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে দল থেকে ছেঁটে ফেলেন তিনি। লঙ্কান এই কোচের অধীনে সিনিয়র ক্রিকেটারদের একটা অন্যরকম চাপ থাকে তা অতীত বলে দেয়। দলে পারফরম্যান্স থেকে ধরে ফিটনেস ইস্যু সব কিছুতেই কড়া নজর থাকে হাথুরুর। ক্রিকেট পাড়ায় তাই জোর গুঞ্জন হাথুরুসিংহের চাপে পড়েই অবসরের ঘোষণা দিয়েছেন দেশসেরা ওপেনার। তবে কি তামিমের অবসরের পেছনে হেড কোচই মূল কারণ নাকি আরো একাধিক কারণ রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App