×

খেলা

৫ উইকেট হারিয়ে চাপে টাইগাররা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৩, ০৪:৫৫ পিএম

৫ উইকেট হারিয়ে চাপে টাইগাররা

আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রামে প্রথম ওয়ানডে ম্যাচে ১৫ রান করে আউট হন সাকিব আল হাসান

চলছে আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচ মাঠে গড়ানোর পর সাকিব আল হাসান এবং তাওহিদ হৃদয়ের ব্যাটের ওপর ভর করে ১০০ রান পার করেছে বাংলাদেশ দল। এই রিপোর্ট লেখা পর্যন্ত ২৭ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১২৮ রান। টস হেরে ব্যাটিংয়ে নামার পর থেকেই টাইগার শিবিরে দুর্ভাগ্য ভর করে। ওপেনার তামিম ইকবাল এবং লিটন দাস রক্ষণাত্মক ভঙ্গিতে খেলা শুরু করলেও ফজল হক ফারুকির করা ৭ম ওভারে মাত্র ৩০ রানেই ১ উইকেট হারায় লাল সবুজের প্রতিনিধিরা। ২১ বলে ১৩ রান করে রহমানুল্লাহ গুরবাজের হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন টাইগার অধিনায়ক তামিম। এরপর হাথুরুর অন্যতম ভরসাস্থল নাজমুল হোসেন শান্ত মাঠে আসলেও আলো ছড়াতে পারেননি। তিনিও রক্ষণধর্মী খেলার দিকে মনোযোগী হন। এরমধ্যে মুজিবের করা ১২তম ওভারে বিদায় নেন আরেক ওপেনার লিটন। এরপর চারে নামা সাকিবের সঙ্গে বড় জুটি গড়ার সম্ভাবনা জাগিয়ে সাজঘরে ফিরে যান শান্তও। এরমধ্যে ম্যাচে হানা দেয় বৃষ্টি। ম্যাচ সাময়িক সময়ের জন্য বন্ধ হওয়ার আগে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ৮৪ রানের সংগ্রহ গড়ে। বৃষ্টি শেষে খেলা শুরু হওয়ার পর দলের হাল ধরে সাকিব-হৃদয় জুটি। সাকিব আল হাসান ১৫ রান করে আউট হবার পর মুশফিকুর রহিম ও এক রান করে আউট হন। এই মুহূর্তে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App